চিকিৎসার গাফিলতিতে বুধবার সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাসপাতালে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে পাঁচ দিনের শিশুকন্যাকে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পর সারা রাতেও কোনও চিকিৎসক শিশুটিকে দেখতে আসেননি বলে শিশুর বাবা পঞ্চানন দেবনাথের অভিযোগ। শিশু চিকিৎসক অচিন্ত্য বিশ্বাস অভিযোগ অস্বীকার করেছেন।