গৃহবধূকে পুড়িয়ে মারার নালিশ, গ্রেফতার স্বামী

বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির গেটবাজার এলাকায় এই ঘটনায় মৃত্যু হয় মনু বাল্মীকির। পুলিশ মৃতার স্বামী বিক্রম বাল্মীকিকে গ্রেফতার করেছে। পরিবার সূত্রের খবর, তিন মাস আগে গেটবাজারের বিক্রম বাল্মীকির সঙ্গে বিয়ে হয় শিলিগুড়িরই দক্ষিণ ভারতনগরের মনুদেবীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৪ ০৭:৫৩
Share:

নিহত বধূ মনু বাল্মীকি।

বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির গেটবাজার এলাকায় এই ঘটনায় মৃত্যু হয় মনু বাল্মীকির। পুলিশ মৃতার স্বামী বিক্রম বাল্মীকিকে গ্রেফতার করেছে।

Advertisement

পরিবার সূত্রের খবর, তিন মাস আগে গেটবাজারের বিক্রম বাল্মীকির সঙ্গে বিয়ে হয় শিলিগুড়িরই দক্ষিণ ভারতনগরের মনুদেবীর। বধূর পরিজনেদের অভিযোগ, বিয়ের সময় ব্যবসা রয়েছে বলে জানালেও, বিয়ের পর জানা যায় আদতে বিক্রম বেকার। সে প্রায়ই টাকার জন্য মনুকে চাপ দিক বলে অভিযোগ। বধূর পরিজনেরা জানান, কিছুদিন আগে ৫০ হাজার টাকাও নেয় বিক্রম। মনুর দাদা নীরজের অভিযোগ, “গত কয়েকদিন ধরে অত্যাচার ও মারধর সীমা ছাড়িয়ে গেলে মেয়ের ভাই, মা সহ কয়েকজন তাঁকে বোঝাতে যায়। তাতেও ফল হয়নি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ খবর দেওয়া হয় বোন গায়ে আগুন দিয়েছে। বোনকে ওর শাশুড়ি ও ননদরাই খুন করেছে।”

মৃতার মা সুনীতাদেবী নিউ জলপাইগুড়ি থানায় তাঁর মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানান। ওই বধূর স্বামী বিক্রম-সহ শাশুড়ি মুন্নি ও দুই ননদ পুনম এবং মনীষার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। শিলিগুড়ির পুলিশ কমিশনার জগ মোহন বলেন, “পুলিশ তদন্ত করছে।”

Advertisement

এ দিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের সঙ্গে দেখা করে ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানান বধূর পরিজনেরা। তিনি মহিলার বাপের বাড়ির লোকজনকে আশ্বাস দেন পুলিশকে নির্দেশ দেবেন দ্রুত তদন্ত করতে। ওই মহিলার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্তও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement