চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল আলিপুরদুয়ার শহরের এক নার্সিংহোমের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলের ঘটনা। অভিযোগ, সকালে নিউমোনিয়ায় আক্রান্ত ১ মাসের এক শিশুকে নার্সিংহোমে ভর্তি করা হলেও চিকিৎসক ও নার্সরা চিকিৎসা করেননি। দীর্ঘ ক্ষণ ফেলে রাখার পর শিশুকে অন্য নার্সিংহোমে নিয়ে যাওয়ার কথা বলা হয়। পরিবারের সদস্যরা বিকেলে অন্যত্র নিয়ে গেলে শিশুটি কিছু ক্ষণ পরে মারা যায় বলে অভিযোগ। নার্সিংহোমের মালিক অপূর্ব সেন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত ওই শিশুটিকে শেষ মুহূর্তে নিয়ে আসা হয়েছিল। তাঁর দাবি, দু’জন চিকিৎসক দু’বার দেখে শিশুটিকে। স্যালাইন দেওয়ার জন্য শিশুটির ভেন পাওয়া যাচ্ছিল না বলে দাবি করেন তিনি। গাফিলতির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। পারো বস্তির বাসিন্দা শিশুটির বাবা নীতিশ রাভার অভিযোগ, প্রায় ছ’ঘণ্টা পড়ে থাকার পর নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় অন্যত্র নিয়ে যেতে। রাজাভাতখাওয়া অঞ্চলের তৃণমল নেতা অ্যালবার্ট সাংমা জানান, সম্পূর্ণ চিকিৎসার গাফিলতিতেই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের তরফে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দেওয়া হয়েছে।