জেলায় কত স্পশর্কাতর বুথ জানাল না প্রশাসন

স্পর্শকাতর বুথের সংখ্যা রায়গঞ্জ লোকসভায় কত তা ভোটের দু’দিন আগেও স্পষ্ট করল না জেলা প্রশাসন। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় সাংবাদিক সম্মেলন করে জেলাশাসক সব রাজনৈতিক দল ও বাসিন্দাদের কাছে সহযোগিতার আবেদন জানান। সাংবাদিক সম্মেলনে জেলাশাসকের কাছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের স্পর্শকাতর বুথের সংখ্যা জানতে চাওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৪ ০২:২৬
Share:

স্পর্শকাতর বুথের সংখ্যা রায়গঞ্জ লোকসভায় কত তা ভোটের দু’দিন আগেও স্পষ্ট করল না জেলা প্রশাসন। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় সাংবাদিক সম্মেলন করে জেলাশাসক সব রাজনৈতিক দল ও বাসিন্দাদের কাছে সহযোগিতার আবেদন জানান। সাংবাদিক সম্মেলনে জেলাশাসকের কাছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের স্পর্শকাতর বুথের সংখ্যা জানতে চাওয়া হয়। জেলাশাসক বলেন, “স্পর্শকাতর বুথসংখ্যা আমরা গোপন রাখছি।” প্রশাসনিক সূত্রে খবর, জেলা নির্বাচনী দফতরের কর্তারা এখনও স্পর্শকাতর বুথের সংখ্যা চূড়ান্ত করতে পারেননি। বৃহস্পতিবার রায়গঞ্জ কেন্দ্রের নির্বাচন। জেলার রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করদিঘি, গোয়ালপোখর, চাকুলিয়া, ইসলামপুর বিধানসভা এলাকা নিয়ে গঠিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বুথের সংখ্যা ১৫৩৮টি। ভোটার ১৩ লক্ষ ৮৩২৮১ জন। ভোট পরিচালনার জন্য জেলা নির্বাচনী দফতরের তরফে ৭৮০০ ভোটকর্মীকে নিযুক্ত করা হয়েছে। জেলার একাধিক অফিসার জানান, প্রতিদিনই নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যবেক্ষণে স্পর্শকাতর বুথের সংখ্যা হেরফের হচ্ছে। সেই কারণে, নির্বাচন শুরু পর্যন্ত স্পর্শকাতর বুথের সংখ্যা বলা সম্ভব হচ্ছে না।

Advertisement

গত পঞ্চায়েত নির্বাচনে জেলার মোট ১৭৬৯টি বুথের মধ্যে ১৬২০টি বুথকে স্পর্ষকাতর চিহ্নিত করেছিল জেলা প্রশাসন। ১৬ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করে গত বছরের জুলাই মাসে জেলা প্রশাসন নির্বিঘ্নে পঞ্চায়েত নির্বাচন শেষ করে। জেলাশাসক এ দিন জানান, নির্বিঘ্নে লোকসভা নির্বাচন শেষ করতে জেলায় ২৬ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। ভোটের দিন রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমার ৩০টি বুথের ভোট পরিচালনার ভিডিও ফুটেজ সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সম্প্রচারিত হবে। জেলা বামফ্রন্টের সচিব তথা সিপিএমের জেলা সম্পাদক বীরেশ্বর লাহিড়ী বলেন, “লোকসভা নির্বাচনে জেলায় কতগুলি স্পর্শকাতর বুথ চিহ্নিত হয়েছে তা আমাদের জানা নেই। আমরা জেলাশাসকের কাছে অবাধ শান্তিপূর্ণ ভোট দাবি করেছি।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরী মতে, “জেলা প্রশাসনের স্পর্শকাতর বুথের সংখ্যা জানানো উচিত ছিল। অতীতের সব নির্বাচনে জেলা প্রশাসন স্পর্শকাতর বুথের সংখ্যা জানিয়ে দিত। এতে দলের তরফেও বুথগুলির উপর নজর রাখতে সুবিধা হয়। গোলমালের আশঙ্কা দেখা দিলে তা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানানো সম্ভব হয়।” জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেন, “স্পশর্র্কাতর বুথের সংখ্যায় মাথা ঘামাচ্ছি না। কমিশন নির্বিঘ্নে জেলায় ভোট শেষ করবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন