ছবি: সন্দীপ পাল।
হঠাৎ বিরাট টান ফাতনায়। কিছুটা ঘাবড়েই গিয়েছিলেন জলপাইগুড়ির পিলখানা কলোনির বাসিন্দা পলাশ রায়। ফলুই মাছের অপেক্ষায় ছিপ ফেলেছিলেন। কিন্তু বঁড়শিতে গেঁথে যায় ১৭ কেজি ওজনের এই পেল্লায় বোয়ালটি। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় জল থেকে তোলা হয় মাছটিকে। মাছ দেখতে মঙ্গলবার সকালে নদীর পাড়ে ভিড় জমান এলাকার মানুষ। তবে জলপাইগুড়ির সহ-মৎস্য অধিকর্তা পার্থপ্রতীম দাসের মতে, করলা বোয়ালের আঁতুড়ঘর। এখানে ২৮ থেকে ৩০ কেজি ওজনের বোয়ালও মেলে।