ট্রেকার উল্টে শিশু-সহ মৃত ২

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকার একটি শিশুকে ধাক্কা মেরে রাস্তার ধারে নয়ানজুলিতে গিয়ে উল্টে যাওয়ায় ওই শিশু-সহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার নওদা পিরেরহাট এলাকার হেমতাবাদ বিষ্ণুপুর রাজ্য সড়কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৪ ০২:৪৮
Share:

দুর্ঘটনাগ্রস্ত ট্রেকার। —নিজস্ব চিত্র।

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকার একটি শিশুকে ধাক্কা মেরে রাস্তার ধারে নয়ানজুলিতে গিয়ে উল্টে যাওয়ায় ওই শিশু-সহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার নওদা পিরেরহাট এলাকার হেমতাবাদ বিষ্ণুপুর রাজ্য সড়কে। পুলিশ জানায়, মৃতদের নাম মহারুফ হোসেন (৬) এবং নিরঞ্জন বর্মন (১৭)। মহারুফের বাড়ি ওই এলাকাতেই। নিরঞ্জনের বাড়ি হেমতাবাদের ধরমপুর এলাকায়। সে স্থানীয় ভরতপুর হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়াশুনা করত। ওই দুর্ঘটনায় দুই মহিলা-সহ ট্রেকারের ৯ জন যাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনকে হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ট্রেকারটিকে আটক করা হয়েছে। পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”

Advertisement

পুলিশ জানিয়েছে, ১৫ জন যাত্রীকে নিয়ে এদিন ট্রেকারটি হেমতাবাদ থেকে বিষ্ণুপুরে যাচ্ছিল। সেইসময় নওদা এলাকায় মহারুফ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। ট্রেকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহারুফকে ধাক্কা মেরে গাড়ি থেকে লাফিয়ে নেমে পালিয়ে যায়। সেইসময় চালক বিহীন যাত্রী সমেত ট্রেকারটি রাস্তার ধারে নয়ানজুলিতে গিয়ে উল্টে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ জখমদের হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মহারুফ ও নিরঞ্জনকে মৃত বলে ঘোষণা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন