তথ্য-প্রযুক্তি সমস্যার সমাধানে বণিকসভা

শুধু শিলিগুড়ি নয়, পাহাড়ের রানি দার্জিলিঙকে দেশের তথ্য প্রযুক্তি মানচিত্রে ঠাঁই দেওয়ার কথা ভাবছে সিআইআই-এর উত্তরবঙ্গ শাখা।

Advertisement

অনির্বাণ রায়

শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০২:০৫
Share:

শুধু শিলিগুড়ি নয়, পাহাড়ের রানি দার্জিলিঙকে দেশের তথ্য প্রযুক্তি মানচিত্রে ঠাঁই দেওয়ার কথা ভাবছে সিআইআই-এর উত্তরবঙ্গ শাখা।

Advertisement

কিন্তু সাধ ও সাধ্যের মধ্য বাধা হয়ে দাঁড়িয়েছে তথ্য প্রযুক্তি শিল্প প্রসারের প্রয়োজনীয় পরিকাঠামো। উদ্বিগ্ন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) তাই দেশের প্রথম সারির ‘সার্ভিস প্রোভাইডার’দের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য চাওয়া জরুরি বলে মনে করছে। আগামী মাসের ২২ তারিখ শিলিগুড়িতে বসবে সিআইআইয়ের উত্তরবঙ্গ ‘কনক্লেভ’। সেখানে উপস্থিত থাকার কথা রাজ্যের শিল্পমন্ত্রীরও। সেখানেই ‘কনক্লেভ’-এই তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলিকে ডাকা হবে।

সিআইআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে সংস্থার তথ্য প্রযুক্তি বিষয়ক উপ-সমিতিএ ব্যাপারে প্রস্তুতিও শুরু করেছে। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার ফাইবার অপটিকাল উত্তরবঙ্গের বিভিন্ন শহরে বিছিয়ে দেওয়ার কাজ প্রায় সম্পূর্ণ করেছে নানা সংস্থা। তবুও ইন্টারনেট সংযোগ ঠিকঠাক মিলছে না উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।

Advertisement

কেন এমন হচ্ছে? কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা বিশদে জানতে কনক্লেভ-এ বিএসএনএল, রিলায়েন্স, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলিকেও আসতে অনুরোধ করা হবে বলে জানা গিয়েছে। সিআইআই-এর উত্তরবঙ্গ শাখার ডেপুটি ডিরেক্টর লক্ষ্মী লিম্বু কৌশল বলেন, “উত্তরবঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সিআইআই বরাবরই উদ্যোগী ভূমিকা পালন করেছে। রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আলোচনাচক্র, পরামর্শ শিবিরেরও আয়োজন করেছে। তার সঙ্গে এ বার তথ্য প্রযুক্তি শিল্পকেও যুক্ত করা হয়েছে। বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা শিলিগুড়ি এবং দার্জিলিঙে বিনিয়োগ করতে আগ্রহী। কিন্তু তাতে কিছু অন্তরায় রয়েছেছ, সেগুলি নিয়েই কনক্লেভে আলোচনা হবে।’’

বণিকসভা সূত্রে জানা গিয়েছে, আপাতত শিলিগুড়িতে একটি মাঝারি মাপের বিপিও বা বিজনেস প্রসেসিং আউটসোর্স রয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি সফটওয়ার পার্ক তৈরি করার সংস্থা থাকলেও, তা একেবারেই স্থানীয় স্তরে কাজ করে। তবে শিলিগুড়ির ভৌগোলিক অবস্থানের কারণে আরও বেশি করে বিপিও ইউনিট খোলার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু সংস্থা এ বিষয়ে আগ্রহীও হয়েছে বলে সিআইআই সূত্রে জানা গিয়েছে।

ইউনিটগুলির মাধ্যমে সাধারণত অন্য কোনও বহুজাতিক বা দেশি সংস্থা টেলিফোনে গ্রাহক পরিষেবা বা তথ্য আদানপ্রদানের কাজ করে। সেই সঙ্গে দার্জিলিঙের আবহাওয়ার কারণে বড় মাপের সফ্‌টওয়ার সংস্থার কাজের পক্ষেও উপযোগী বলে শিল্পসংস্থাগুলি মনে করছে। এই ধরনের সংস্থাগুলি চালাতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা প্রয়োজন হয়। আর তাতেই উত্তরবঙ্গে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। সেই সমস্যা সমাধানেই উদ্যোগী সিআইআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন