নির্মীয়মাণ কিষান মান্ডি ভেঙে পড়ল

নির্মীয়মাণ কিষান মান্ডির পাকা বাড়ির একাংশ ভেঙে পড়ায় উত্তেজনা ছড়াল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৪ ০১:৫৯
Share:

নির্মীয়মাণ কিষান মান্ডির পাকা বাড়ির একাংশ ভেঙে পড়ায় উত্তেজনা ছড়াল।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের ঘটনা। নিম্নমানের সামগ্রী দিয়ে তপন ব্লকের ওই কিষান মান্ডির বাড়ি তৈরির অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব হয়েছে বিজেপি। শুক্রবার বিজেপির নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা নির্মীয়মান মান্ডির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে এলাকায় যান তপনের বিডিও জর্জ লেপচা সহ তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা। বিকেলে তদন্তের নির্দেশ দেন জেলাশাসক তাপস চৌধুরী। তিনি বলেন, “কৃষি বিপণন দফতরের সহকারি অধিকর্তা এবং বিভাগীয় ইঞ্জিনিয়ারকে আজ, শনিবার সরেজমিনে গিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। কাজে অনিয়মের প্রমাণ পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছি।”

চলতি মাসের মাঝামাঝি জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে। তারমধ্যে নির্মীয়মাণ মান্ডির পাকা বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় তৃণমূলের দলীয় স্তরে অসন্তোষ তৈরি হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “মান্ডি তৈরির কাজে অনিয়মের অভিযোগ এসেছিল। সঠিকভাবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

Advertisement

গত বছর মার্চ মাসে তপন ব্লকের কৃষি দফতরের ফার্মে দোতালা কিষান মান্ডির বাড়ি নির্মাণের কাজ শুরু হয়। খরচ ধরা হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক উত্তম দত্তের অভিযোগ, “নিম্নমানের বালি ও সিমেন্ট দিয়ে শুরুতেই মান্ডির পাকা বাড়ি তৈরির কাজ শুরু হয়। বৃহস্পতিবার বাড়ির সানসেট ভেঙে পড়ে। ইতিমধ্যে ভবনের ছাদে ফাটল দেখা দিয়েছে। পলেস্তরা খসে পড়ছে। ব্লক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।”

তপনের বিডিও জর্জ লেপচা বলেন, “আমি এলাকায় গিয়েছিলাম। তবে মান্ডির বিষয়টি কিছু বলব না।” জেলা কৃষি বিপণন দফতরের সহকারি অধিকর্তা দিব্যেন্দু চৌধুরী বলেন, “জেলাশাসকের নির্দেশে তদন্ত হবে। অনিয়মের অভিযোগের প্রমাণ পেলে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন