ডুয়ার্সের আনন্দপুর চা বাগান থেকে নারী এবং শিশু পাচারকারী সন্দেহে চার জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। বুধবার রাতে একটি ছোটগাড়ি-সহ তিন জনকে এবং বৃহস্পতিবার বিকেলে এক মহিলাকে আটক করেন বাসিন্দারা। আনন্দপুর চা বাগানে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখেই এদের আটক করা হয় বলে বাসিন্দারা জানান। ছোটগাড়ির কাচও ভেঙে দেন বাসিন্দারা। এর পরেই ক্রান্তি ফাঁড়ির পুলিশ এসে আটকদের নিয়ে যান। তবে এরা পাচারকারী কিনা সে বিষয়ে এখনও পরিষ্কার তথ্য মেলেনি পুলিশের। মালবাজারের এসডিপিও নিমা নরবু ভুটিয়া জানান, বাসিন্দারা যাঁদের আটকে রেখেছিলেন তাঁরা আদপেই মানুষ পাচারকারী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।