এনজেপি-তে প্রিপেড ট্যাক্সি

পুরনো ভাড়ার তালিকা ঝুলিয়েই চালু নতুন বুথ

দীর্ঘদিনের পুরানো গাড়ি ভাড়ার তালিকা ঝুলিয়েই এনজেপি স্টেশনে পর্যটকদের ‘সুবিধা’র জন্য নতুন করে চালু হল প্রিপেড ট্যাক্সি বুথ। শুক্রবার দুপুরে স্টেশন চত্বরের সামনের অংশে একই সঙ্গে খোলা হল ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এবং পুলিশি সহায়তা কেন্দ্রও। উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং পর্যটন দফতরের প্রধান সচিব অজিত রঞ্জন বর্ধন। প্রিপেড বুথেক গাড়ি ভাড়ার তালিকা ধরে আদৌও কোনও গাড়ি বুথটি থেকে চলাচল করবে কি না তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৪ ০১:৪৭
Share:

এনজেপি স্টেশনে নতুন ট্যাক্সি বুথের উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।

দীর্ঘদিনের পুরানো গাড়ি ভাড়ার তালিকা ঝুলিয়েই এনজেপি স্টেশনে পর্যটকদের ‘সুবিধা’র জন্য নতুন করে চালু হল প্রিপেড ট্যাক্সি বুথ। শুক্রবার দুপুরে স্টেশন চত্বরের সামনের অংশে একই সঙ্গে খোলা হল ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এবং পুলিশি সহায়তা কেন্দ্রও। উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং পর্যটন দফতরের প্রধান সচিব অজিত রঞ্জন বর্ধন। প্রিপেড বুথেক গাড়ি ভাড়ার তালিকা ধরে আদৌও কোনও গাড়ি বুথটি থেকে চলাচল করবে কি না তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

Advertisement

তৃণমূলের চালক সংগঠন জাতীয়বাদি ট্যাক্সি ও প্রাইভেট কার ওর্নাস অ্যাসোসিয়েশনের সদস্যের তরফে একই প্রশ্ন তোলা হয়েছে। গাড়ি চালকদের বক্তব্য, “সরকারি তালিকা ধরে বুথ থেকে গাড়ি চালালে লাভের মুখ দেখা যাবে না। তালিকা অন্তত পাঁচ বছর আগেকার পুরানো। ওই টাকায় কোনও গাড়ি দার্জিলিং, সিকিম এবং ডুয়ার্সে চলে না।” উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অবশ্য দ্রুত পরিবহণ দফতরে কথা বলে নতুন ভাড়ার তালিকা ঘোষণা করে হবে বলে জানিয়েছেন।

সরকারি সূত্রের খবর, প্রিপেড বুথটি পরিবহণ দফতরের তরফে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে দেওয়া হয়েছে। একটি সোসাইটির মাধ্যমে বুথটি চলে। আগে স্টেশনের মূল গেটের সামনে বুথটি ছিল। কয়েকশো গাড়ি বুথে নথিবদ্ধ করালেও তাঁরা বাইরে থেকেই গাড়ি চালান বলে অভিযোগ। এতে বিভিন্ন সময়ে যাত্রী ও পর্যটকদের হেনস্থা, ইচ্ছামত ভাড়া নেওয়ার ঘটনা সামনে আসে। পুলিশে অভিযোগের ঘটনা ঘটেছে। নতুন বুথে গাড়ি না এলে ফের াড়ি ভাড়া নিয়ে গোলমালের আশঙ্কা রয়েছে।

Advertisement

এদিন উদ্বোধনের মঞ্চ থেকে মন্ত্রী তথা পর্যটন সচিবকে বলতে শোনা গিয়েছে, এখানে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার, হেনস্থার কথা শোনা যায়। সেটা যাতে না হয় তা গাড়ির চালকদের খেয়াল রাখতে হবে। এলাকার সুনাম এরসঙ্গে জড়িত। শিলিগুড়ি পুলিশ কমিশনার জগমোহন বলেছেন, “আমরা বুথটি চাল করলাম ভাড়ার নতুন তালিকা অবশ্যই দরকার। পরিবহণ দফতরে বিষয়টি জানিয়েছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজেও বিষয়টি দেখছেন। কিছুদিনেই সমস্যা মিটে যাবে।”

এনজেপি’র চালক ও মালিকেরা জানান, ছোট বড় গাড়ির হিসাবে এনজেপি থেকে দার্জিলিং ১৩৩০-১৫৭০, দার্জিলিং (ভায়া মিরিক) ১৯৩০-২১০০, গ্যাংটক ১৭৩০-২১২০, কালিম্পং-১১৮০-১২৭০, কার্শিয়াং-৮৩০-৯৭০, লাটাগুড়ি ১১৮০-১৬০০ টাকা সহ একাধিক রুটের পুরানো ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। অতচ বর্তমানে যা প্রত্যেক ক্ষেত্রে ৫০০ থেকে ১ হাজার টাকা কম। হাতে গোনা যে কটি গাড়ি বুথে যাচ্ছে, তাঁদের সামন্য লাভের মুখ দেখার জন্য সকালে গন্তব্যে গিয়ে ফের গাড়ি বোঝাই করে ফিরতে হচ্ছে। একইভাবে দার্জিলিং ও সিকিমের গাড়িও চলছে। আইএনটিটিইউসি-র ব্লক সভাপতি বিজন নন্দী বলেন, “ওই ভাড়ায় মালিকেরা গাড়ি চালাতে পারবেন না। মন্ত্রী ও পুলিশ কমিশনারকে আমরা ভাড়ার নতুন তালিকার কথা বলেছি। ওঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

যাত্রীদের অভিযোগ, গাড়ি বুকিং প্রিপেড বুথ থেকে হলেও শেয়ার ট্যাক্সি ইচ্ছামতন ভাড়া নিচ্ছে। এদিনও অনুষ্ঠানের পর স্টেশন চত্বরে থাকা দার্জিলিঙের তিব্বতীদের কেন্দ্রীয় স্কুলের শিক্ষক হিমাংশু শুল্কা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে গিয়ে বিষয়টি নিয়ে অভিযোগও জানান। তিনি জানান, আমার বাড়ি কানপুরে। সাত বছর ধরে পাহাড়ে আছি। শেয়ার ট্যাক্সিগুলি স্টেশন থেকে ইচ্ছামতন ভাড়া নেয়।

এদিন চালু হওয়া তিনটি ব্যবস্থার পরিকাঠামোর জন্য রাজ্য পর্যটন দফতর প্রায় ১৯ লক্ষ টাকা খরচ করেছে। দফতরের জয়েন্ট ডাইরেক্টর (নর্থ) সুনীল অগ্রবাল জানান, পর্যটন সহায়তা কেন্দ্রটি আগে যেখানে ছিল তাতে পর্যটকেরা তা খুঁজেই পেতেন না। রেলের সঙ্গে ২ বছর ধরে আলোচনার পর ১ হাজার স্কোয়ার মিটারের জায়গাটি মেলে। দ্রুত এখান থেকে অনলাইনে হোটেল, লজ, বাংলো বুকিংও শুরু হবে।

ছবি: বিশ্বরূপ বসাক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন