পুরসভা হয়ে বুনিয়াদপুরে শুরু উত্‌সব

আবির মেখে, মুখ মিষ্টি করে তিন দিন আগেই হোলি খেলল বুনিয়াদপুর। রবিবার সরকারিভাবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মহকুমা সদর বুনিয়াদপুর পুরসভার মর্যাদায় উন্নীত হয়েছে। দীর্ঘ প্রায় ২০ বছর পর পুরসভার দাবি পূরণ হওয়ায় এদিনটি স্মরণীয় করে রাখতে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের তরফে রবিবার শহরে শোভাযাত্রা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৫ ০১:২৯
Share:

খবর পেতেই শুরু হয় আবির খেলা। —নিজস্ব চিত্র।

আবির মেখে, মুখ মিষ্টি করে তিন দিন আগেই হোলি খেলল বুনিয়াদপুর। রবিবার সরকারিভাবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মহকুমা সদর বুনিয়াদপুর পুরসভার মর্যাদায় উন্নীত হয়েছে।

Advertisement

দীর্ঘ প্রায় ২০ বছর পর পুরসভার দাবি পূরণ হওয়ায় এদিনটি স্মরণীয় করে রাখতে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের তরফে রবিবার শহরে শোভাযাত্রা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো এদিন সকাল থেকেই ব্যবসায়ী, আইনজীবী, খেলোয়াড় থেকে পড়ুয়া সব স্তরের নাগরিকরা উত্‌সবে মেতে ওঠেন। আবিরে রঙিন হয়ে যায় শহরের রাস্তা।

বিকেলে শোভাযাত্রা হয় শহরে। মুখ্যমন্ত্রী থেকে এলাকার বিধায়ক তথা পরিষদীয় সচিব বিপ্লব মিত্রের উদ্যোগে বুনিয়াদপুর গ্রাম পঞ্চায়েত থেকে পুর এলাকায় উন্নীত হয়েছে বলে দাবি করে শোভাযাত্রার সামনে থেকে প্রচার করেন ব্লক তৃণমূল সভাপতি অখিল বর্মন, তৃণমূল নেতা তথা জেলাপরিষদের কৃষি কর্মাধ্যক্ষ প্রদীপ সেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রফিকুল ইসলাম। প্রদীপবাবু বলেন, “মাধ্যমিকের কথা ভেবে আমরা শব্দবাজি ও মাইক ব্যবহার করিনি। তবে বাসিন্দাদের উচ্ছ্বাস ও আবেগের কাছে ওসবের অভাব মনেই হয়নি।” মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিভূতি চক্রবর্তী বলেন, “পুরসভা ঘোষণার সঙ্গেই এদিন মহকুমা স্টেডিয়াম তৈরির যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে টেন্ডার হয়ে স্টেডিয়াম তৈরির কাজ শুরু হবে। ফলে দোলের মুখে শহরে জোড়া খুশির হাওয়ায় সকলে ভাসছেন।”

Advertisement

সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী রবিবার পঞ্চায়েত এলাকা থেকে পুর এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে বুনিয়াদপুর। গত শুক্রবার রাতে বালুরঘাটে জেলাশাসকের কাছে রাজ্যপালের অনুমোদন প্রাপ্ত গেজেট নোটিফিকেশনের প্রতিলিপি চলে আসে। জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “বংশীহারির শিবপুর গ্রামপঞ্চায়েতের ১৮টি মৌজা এবং মহাবাড়ি গ্রামপঞ্চায়েতের ৩টিমোট ২১টি মৌজা নিয়ে বুনিয়াদপুর পুরসভা এলাকা গঠিত হয়েছে।” এদিন থেকে ওই নোটিফায়েড এলাকার প্রশাসক নিযুক্ত হয়েছেন গঙ্গারামপুরের মহকুমাশাসক দেবাশিস বিশ্বাস। তিনি বলেন, “ওয়ার্ড বিন্যাসের কাজও শুরু হবে।”

এদিন শহরে শোভাযাত্রা থেকে আবির খেলায় মেতে ওঠেন বাসিন্দারা। পথচারীদের মিষ্টিমুখ করানো হয়। সন্ধ্যায় বুনিয়াদপুরের প্রতিটি দোকানে আলোকসজ্জায় সেজে ওঠে। গত বছর ফেব্রুয়ারিতে শিলিগুড়ির উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুনিয়াদপুরকে পুরসভায় উন্নীত করার কথা ঘোষণা করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement