পুষ্টি দিবস

আন্তর্জাতিক পুষ্টি দিবস পালিত হল ডুয়ার্সের চালসায়। সোমবার মাটিয়ালি বাতাবাড়ি ১ পঞ্চায়েতের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের মুখ্যসেবিকা কর্মী এবং সহায়িকাদের উদ্যোগে সচেতনতা সভার আয়োজন করা হয়।

Advertisement
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০১:১৪
Share:

আন্তর্জাতিক পুষ্টি দিবস পালিত হল ডুয়ার্সের চালসায়। সোমবার মাটিয়ালি বাতাবাড়ি ১ পঞ্চায়েতের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের মুখ্যসেবিকা কর্মী এবং সহায়িকাদের উদ্যোগে সচেতনতা সভার আয়োজন করা হয়। মুখ্য সেবিকা এস্থার টেটে, বিথীকা নার্জিনারী এবং কর্মী রেমা গঙ্গোপাধ্যায়েরা কচুশাক, ছোলা, একাধিক সব্জি মেশানো ডালের মতো সহজ এবং সুলভে পাওয়া যায় এমন খাদ্যগ্রহণে জোর দেন। প্রসূতিদের অল্প অল্প করে সারা দিন ধরে ৬ থেকে ৭ বার খাবার খেতেও পরামর্শ দেওয়া হয়। বীথিকাদেবী জানান চা বাগান এলাকা থেকে দুশোরও বেশি মা, কিশোরী মেয়ে এবং ছাত্রীরা এই সচেতনতা সভায় যোগ দেন। উল্লেখ্য সোমবার আন্তর্জাতিক পুষ্টি দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হয় সে কারণেই এ দিনের অনুষ্ঠানের আয়োজন বলে জানান কর্মকর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement