বৃদ্ধ দম্পতিকে অ্যাসিডে পুড়িয়ে উধাও দুই দুষ্কৃতী

এ বার অ্যাসিড হামলার শিকার হলেন এক বৃদ্ধ দম্পতি। সোমবার গভীর রাতে চোপরা থানার কালীগঞ্জে সত্তরোর্ধ্ব তাসিরুদ্দিনের মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের তাড়া করায় বৃদ্ধের স্ত্রীকে লক্ষ করেও অ্যাসিড ছোড়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৪ ০১:৪৮
Share:

এ বার অ্যাসিড হামলার শিকার হলেন এক বৃদ্ধ দম্পতি। সোমবার গভীর রাতে চোপরা থানার কালীগঞ্জে সত্তরোর্ধ্ব তাসিরুদ্দিনের মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের তাড়া করায় বৃদ্ধের স্ত্রীকে লক্ষ করেও অ্যাসিড ছোড়া হয়। গুরুতর জখম বৃদ্ধ উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিত্‌সাধীন। তাঁর স্ত্রীর চিকিত্‌সা চলছে ইসলামপুর হাসপাতালে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “তদন্ত চলছে। হামলায় কারণ এখনও পরিষ্কার নয়।”

Advertisement

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, চোপড়া থানার চুটিয়াখোড় গ্রাম পঞ্চায়েতের কালিগঞ্জের বাসিন্দা তাসিরুদ্দিন এলাকায় ঝাঁড়ফুকের কাজ করেন। এ দিন রাতে নিজের ঘরেই ঘুমিয়ে ছিলেন তিনি। রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ ঘরের পিছনের বেড়া কেটে ভিতরে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। একটি বোতল থেকে বৃদ্ধের মুখে অ্যাসিড ঢেলে দেয় তারা। বৃদ্ধ যন্ত্রণায় চিত্‌কার করতে ঘর থেকে ছুটে বেড়িয়ে যায় দুজন। পাশেই ঘুমোচ্ছিলেন তাঁর স্ত্রী মর্জিনা বিবি। দুষ্কৃতীদের তাড়া করেন তিনি। তখন মর্জিনা বিবিকে লক্ষ করেও অ্যাসিড ছোড়ে দুষ্কৃতীরা। তাঁর দু’হাতই পুড়ে যায়। ইসলামপুর হাসপাতালের শয্যায় শুয়ে মর্জিনা বিবি বলেন, “আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। কেন এমন হল বুঝতে পারছি না। দুজনের মুখই কাপড়ে ঢাকা ছিল। তাই কাউকে চিনতে পারিনি। ”

সোমবার রাতে ওই ঘটনার পরে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাসিরুদ্দিনকে। হাসপাতালের চিকিত্‌সক সত্যব্রত রায় জানান, বৃদ্ধের মুখের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। তার চোখেরও ক্ষতি হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকেলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ইসলামপুর শহরে নাইট্রিক অ্যাসিড বিক্রির জন্য কোনও সরকারি দোকান নেই। শিলিগুড়ি থেকেই প্রয়োজন মতো অ্যাসিড কিনে আনেন সোনার ব্যবসায়ীরা। দুষ্কৃতীরা তাই অ্যাসিড বাইরে থেকে এনেছিল না কি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছিল তা দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন