প্রায় এক মাস ধরে খাঁচা পেতে অবশেষে বন্দি হল চিতাবাঘ। সোমবার গভীর রাতে ডুয়ার্সের মালবাজার ব্লকের নিদাম চা বাগানের ১৩ নম্বর সেকশনে চিতাবাঘটি খাঁচাবন্দি হয়। মঙ্গলবার খুব ভোরেই মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা অপ্রাপ্তবয়ষ্ক পুরুষ চিতাবাঘটিকে বাগান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। সেটি সুস্থ থাকায় গরুমারায় নিয়ে ছেড়েও দেওয়া হয় বলে বন দফতর সূত্রে জানা যায়। বাগানে আরও চিতাবাঘ রয়েছে বলে শ্রমিকদের আশঙ্কা। নিদাম চা বাগানের খুব কাছেই ভুট্টাবাড়ির জঙ্গল থেকে খুব সহজেই চিতাবাঘ বাগানে এসে ছাগল গরু ধরে নিয়ে চলে যায় বলে ক্ষোভ রয়েছে।