নবমীর থিকথিকে ভিড়ে ঠাকুর দেখতে গিয়ে পুজো প্যান্ডেলের সামনেই পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল পাঁচ বছরের এক শিশু-সহ তিন জনের। মৃতদের মধ্যে শিশুটির দিদিমাও রয়েছেন। ঘটনাটি ঘটেছে লাটাগুড়ির ক্রান্তি ফাঁড়ি এলাকার বিচাভাঙ্গায়। বৃহস্পতিবার রাতে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে বন দফতরের পুজো মণ্ডপের সামনে পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সা ভ্যান ও পথচারীদের ধাক্কা মারে। আহত ১৭ জনের চিকিৎসা চলছে।