মজুরি বৃদ্ধি নিয়ে রাজ্যকে দুষলেন শ্রমিক নেতারা

রাজ্য সরকারের উদ্যোগের অভাবে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি হচ্ছে না বলে অভিযোগ তুললেন ডান-বাম চা শ্রমিক সংগঠনের নেতারা। শনিবার আলিপুরদুয়ারে চা শ্রমিক সংগঠনের ২৩ সংগঠনের মিলে গঠিত জয়েন্ট ফোরামের সভায় সরকারের সমালোচনা করা হয়। দু’দিনের চা বাগান ধর্মঘট-সহ বারো ঘণ্টা চা লাগোয়া উত্তরবঙ্গের সংলগ্ন জনবসতি এলাকায় সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৪ ০১:০২
Share:

রাজ্য সরকারের উদ্যোগের অভাবে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি হচ্ছে না বলে অভিযোগ তুললেন ডান-বাম চা শ্রমিক সংগঠনের নেতারা। শনিবার আলিপুরদুয়ারে চা শ্রমিক সংগঠনের ২৩ সংগঠনের মিলে গঠিত জয়েন্ট ফোরামের সভায় সরকারের সমালোচনা করা হয়। দু’দিনের চা বাগান ধর্মঘট-সহ বারো ঘণ্টা চা লাগোয়া উত্তরবঙ্গের সংলগ্ন জনবসতি এলাকায় সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে।

Advertisement

আরএসপি-র চা শ্রমিক সংগঠন ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট নির্মল দাসের কথায়, “মালিকেরা ৩০ টাকার বেশি দৈনিক মজুরি বৃদ্ধি করতে চাইছেন না। সরকারের উদ্যোগের অভাব রয়েছে। সর্বস্তরের মানুষ-সহ তৃণমূলের চা শ্রমিক ইউনিয়নের একটি অংশ আমাদের এই ধর্মঘটকে নৈতিক সমর্থন করেছে।” কংগ্রেসের চা শ্রমিক সংগঠন এনইউপিডব্লুর নেতা বাবলু মুখোপাধ্যায় ধর্মঘটের পক্ষে।

তবে এই ধর্মঘটের বিরোধিতা করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন। সংগঠনের সভানেত্রী দোলা সেন জানিয়েছেন, বাম আমলে কোনও বার দেড় টাকার বেশি মজুরি বাড়েনি। ৩৪ বছরে শ্রমিকদের মজুরি ৬১ টাকা থেকে ৬৭ টাকা বেড়েছে মাত্র। তাঁরা ক্ষমতায় আসার পর তা এক লাফে ৯৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে মালিক পক্ষ। এ বার তারা ১৪০ টাকা মজুরির দাবি করেছেন। চা মালিকদের বরাদ্দ জ্বালানি ও রেশন-সহ কিছু সুবিধা নিয়ে যা কি না রাজ্য সরকারের নূন্যতম মজুরিতে দাঁড়াবে। দোলাদেবীর কথায়, “এর আগে বন্‌ধ ব্যর্থ হয়েছে। এ বারও শ্রমিক ও সাধারণ মানুষ তাঁদের ধর্মঘট মানবেন না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement