রাস্তা আটকে দাঁড়াল দাঁতাল

জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে যান চলাচল আটকে দিল দাঁতাল। রবিবার বিকালে গরুমারা জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ৩১নম্বর জাতীয় সড়কের মহাকালধাম লাগোয়া এলাকায় আচমকাই রাস্তায় উঠে পড়ে বিরাট আকৃতির দাঁতাল।

Advertisement
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪১
Share:

জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে যান চলাচল আটকে দিল দাঁতাল। রবিবার বিকালে গরুমারা জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ৩১নম্বর জাতীয় সড়কের মহাকালধাম লাগোয়া এলাকায় আচমকাই রাস্তায় উঠে পড়ে বিরাট আকৃতির দাঁতাল। প্রায় মিনিট কুড়ির জন্যে আটকে পড়ে যান চলাচল কিন্তু এসময়েই দাঁতাল দেখেও না দাঁড়িয়ে দাঁতালের খুব কাছে পৌঁছে যায় একটি বাইক। বাইকটিতে দুই আরোহী ছিলেন। দাঁতালের শুঁড় লেগে পড়েও যান দুই বাইক আরোহী কিন্তু বরাতজোরে দাঁতাল তাদের ওপর আক্রমণ না করায় প্রাণে বাঁচেন তাঁরা। সে সময় জাতীয় সড়কে আটকে পড়েছিলেন গরুমারা বনবিভাগের ডিএফও সুমিতা ঘটকও। তাঁর কথায় ‘‘দাঁতাল হাতি ওদের কিছু করে নি না হলে বড় ধরনের বিপদ হতেই পারত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement