রক ক্লাইম্বিং ওয়ালের উদ্বোধন শিলিগুড়িতে

শিলিগুড়িতে চালু হল পর্বতারোহণের খেলা ‘রক ক্লাইম্বিং স্পোর্টস’ এর। সোমবার শিলিগুড়ির সূর্যসেন পার্কে রক ক্লাইম্বিং ওয়ালের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন পাঁচ বারের এভারেস্ট জয়ী খুশং দোরজি শেরপা। ১৩ মিটার উঁচু এবং ৩ মিটার চওড়া এই দেওয়ালটি আন্তর্জাতিক মানের বলে দাবি করেন দেওয়ালটির নির্মাতা জাতীয় পদকপ্রাপ্ত পবর্তারোহী ডেভিড নস্কর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:০০
Share:

উদ্বোধনের পর রক ক্লাইম্বিং করছেন জাতীয় দলের পর্বতারোহীরা। সোমবার তোলা নিজস্ব চিত্র।

শিলিগুড়িতে চালু হল পর্বতারোহণের খেলা ‘রক ক্লাইম্বিং স্পোর্টস’ এর। সোমবার শিলিগুড়ির সূর্যসেন পার্কে রক ক্লাইম্বিং ওয়ালের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন পাঁচ বারের এভারেস্ট জয়ী খুশং দোরজি শেরপা।

Advertisement

১৩ মিটার উঁচু এবং ৩ মিটার চওড়া এই দেওয়ালটি আন্তর্জাতিক মানের বলে দাবি করেন দেওয়ালটির নির্মাতা জাতীয় পদকপ্রাপ্ত পবর্তারোহী ডেভিড নস্কর। তিনি বলেন, “কংক্রিট, স্টিল ও ফাইবারের তৈরি এই দেওয়ালটি আন্তর্জাতিক মানের দেওয়াল থেকেও ১ মিটার উঁচু। এটি একটি লিড ক্লাইম্বিং ওয়াল। এর পাশে অন্য একটি স্পিড ক্লাইম্বিং ওয়াল তৈরি হলে এখানে জাতীয় প্রতিযোগিতা করা যাবে।” আরও একটি দেওয়াল করতে মন্ত্রীর সদিচ্ছা রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, “আরও একটি দেওয়াল শীঘ্রই তৈরি করা হবে। মূলত হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফউন্ডেশনের উদ্যোগে এই দেওয়ালটি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দেওয়ালটির বেশিরভাগ টাকা দিয়েছে রাজ্য সরকারের যুব কল্যাণ দফতর। বাকি টাকা দিয়েছেন শিলিগুড়ি পুরসভা।

সূর্যসেন পার্ককে আরও আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে। এদিন মন্ত্রী জানিয়েছেন, পার্কের ভিতরে চারপাশ দিয়ে টয়ট্রেণ চালু করতে ইতিমধ্যেই টেন্ডার করা হয়ে গিয়েছে। এটি চালু কত ২ কোটি টাকা খরচ হবে। এছাড়া নৌকা বিহার ব্যবস্থা উন্নত করা হবে, বাড়ানো হবে নৌকার সংখ্যাও। পার্কের মাঝে একটি বড় অ্যাকোরিয়াম তৈরি করা হচ্ছে। এছাড়া বিনোদনের জন্য ক্যাফেটেরিয়া ও একটি কনফারেন্স হলও তৈরি করা হবে বলে ঘোষণা করেন গৌতমবাবু। এখানে একটি চারদিক গ্যালারি ঘেরা খোলা মঞ্চ রয়েছে। সেখানে কোনও অনুষ্ঠান প্রায় হয়ই না। সেটাকেও উন্নয়ন করে নিয়মিত অনুষ্ঠান করার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement