শামুকতলার কিশোরী উদ্ধার রাজস্থান থেকে

শামুকতলা থেকে পাচার হয়ে যাওয়া এক ১৬ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হল রাজস্থান হামিরগড় থানা এলাকা থেকে। উদ্ধার হয়েছে কিশোরীর সঙ্গে নিখোঁজ হওয়া আরও এক কিশোরকেও। শুক্রবার একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশের যৌথভাবে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫৯
Share:

শামুকতলা থেকে পাচার হয়ে যাওয়া এক ১৬ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হল রাজস্থান হামিরগড় থানা এলাকা থেকে। উদ্ধার হয়েছে কিশোরীর সঙ্গে নিখোঁজ হওয়া আরও এক কিশোরকেও। শুক্রবার একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশের যৌথভাবে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেছে।

Advertisement

গত বৃহস্পতিবার শামুকতলা থানার ওসির কাছ থেকে খবর পেয়ে মেয়েটির খোঁজে তল্লাশি শুরু করে শক্তি বাহিনী নামে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ওই সংস্থার কর্মীরা জানতে পারেন, আলিপুরদুয়ারের শামুকতলার ভাটিবাড়ি এলাকার বিশু সরকার নামের এক নাবালক কিশোরীকে সঙ্গে করে রাজস্থান নিয়ে গিয়েছে। শামুকতলা থানায় অভিযোগ দায়ের হয়। এরপরেই রাজস্থানের ভিলওয়ারার পুলিশ সুপার ছাড়াও সেখানকার পাচার বিরোধী ইউনিটের সঙ্গেও স্বেচ্ছাসেবীরা যোগাযোগ করেন। যৌথভাবে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভিলওয়াড়া থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।

পুলিশকে ওই কিশোরী অবশ্য জানিয়েছে, সে নিজের ইচ্ছেতেই বিশুর সঙ্গে গিয়েছে। গত ৭ জানুয়ারি শামুকতলা থেকে এনজেপি নিয়ে যায় বিশুই। সেখানে তুলসি নামে মালবাজারের এক ব্যক্তির সঙ্গে আলাপ করিয়ে দেয় বিশু। সে তাকে দিল্লিতে ভাল বেতনের কাজ দেবে বলে। দুজনেই তার সঙ্গে দিল্লি যায় বলে ওই কিশোরী জানিয়েছে। সেখানে জাকির নামে আরও একজনের সঙ্গে তাদের আলাপ হয়। সেই তাদের ভিলওয়াড়াতে নিয়ে যায়। সেখানে তাদের দুজনকেই একটি সুতো তৈরির কারকানায় কাজে ঢোকানো হয়। তাকে শারীরিক ও মাসিক নির্যাতনও করা হত বলে অভিযোগ।

Advertisement

স্বেচ্ছাসেবী সংস্থার উত্তরবঙ্গ ও বিহারের প্রজেক্ট ম্যানেজার দীপ বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এলাকার বহু কিশোর-কিশোরীকে এভাবে পাচার করে দেওয়া হচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার আকাশ মেঘারিয়াকে জানানো হয়েছে। এই অভিযানে শক্তি বাহিনীর পক্ষ থেরকে ঋষি কান্ত সহযোগিতা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement