শিশু ‘চুরি’ ময়নাগুড়িতে

সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য ছবি তুলতে হবে। এই টোপ দিয়ে শিশু চুরির অভিযোগ উঠল ময়নাগুড়িতে। বৃহস্পতিবার দুপুরে বাকালির বাসিন্দা মুনমুন দাস ময়নাগুড়ি হাসপাতাল থেকে সদ্যোজাত কন্যা সন্তানকে নিয়ে বেরোতেই এক মহিলা তাঁদের স্থানীয় পঞ্চায়েত অফিসে নিয়ে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪৮
Share:

ময়নাগুড়িতে শিশু চুরি, নালিশ মায়ের

সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য ছবি তুলতে হবে। এই টোপ দিয়ে শিশু চুরির অভিযোগ উঠল ময়নাগুড়িতে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে বাকালির বাসিন্দা মুনমুন দাস ময়নাগুড়ি হাসপাতাল থেকে সদ্যোজাত কন্যা সন্তানকে নিয়ে বেরোতেই এক মহিলা তাঁদের স্থানীয় পঞ্চায়েত অফিসে নিয়ে যান। মুনমুনদেবীর অভিযোগ, ওই মহিলা তাঁদের জানিয়েছিলেন সন্তান জন্মের পরে সরকারি প্রকল্পের টাকা পাওয়া যায়। সেই প্রকল্পের টাকা পেতে ছবি তুলে পঞ্চায়েত অফিসে জমা দিতে হয়। সেই মতো পঞ্চায়েত অফিসের পাশে একটি দোকানে ছবি তোলেন মুনমুনদেবী। এর পরে তাঁরা কিছুটা এগিয়ে যেতেই, সদ্যোজাত শিশুর ছবিও তুলতে হবে বলে শিশুটিকে মুনমুনদেবীর থেকে নিজের কোলে নেন ওই মহিলা।

শিশুর ছবি তুলতে পাশের একটি গলিতে নিয়ে গিয়ে মহিলা আর ফেরেনি। দীর্ঘ ক্ষণ অপেক্ষার পরে শিশু চুরি হয়েছে টের পেয়ে মুনমুনদেবী চিৎকার শুরু করেন। পুলিশে অভিযোগ জানিয়েছেন মুনমুনদেবী।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার অভিযুক্ত মহিলা হাসপাতালে গিয়ে মুনমুনদেবীর সঙ্গে ভাব জমিয়েছিল। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, ‘‘তদন্তের কারণে এখন সব বলা সম্ভব নয়।’’

বাকালির বাসিন্দা মুনমুনদেবী গত মঙ্গলবার ময়নাগুড়ি হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। মুনমুনদেবী বলেন, ‘‘ওই মহিলাও সন্তানসম্ভবা বলে জানিয়ে আমার সঙ্গে আলাপ করে। গল্পের ছলে সরকারি প্রকল্পে টাকা পাওয়ার কথা জানায়। তাই সহজ মনেই বিশ্বাস করেছিলাম।’’

এ দিন দুপুরে মুনমুনদেবী হাসপাতাল থেকে বের হওয়ার সময়ে তাঁর সঙ্গে স্বামী এবং মা ছিলেন। হাসপাতাল থেকে টোটোতে চেপে মুনমুনদেবী, তাঁর মা এবং ওই মহিলা খাগড়াবাড়ি পঞ্চায়েতের দিকে রওনা দেন। সে সময় মিঠুনবাবু হাসপাতালের সামনেই দাঁড়িয়ে ছিলেন।

অভিযুক্ত মহিলার সঙ্গে মুনমুনদেবীর কোনও আত্মীয়ের যোগসাজস ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাত কন্যাটি মুনমুন দেবীর তৃতীয় সন্তান। ওই দম্পতির ৬ বছর এবং সাড়ে তিন বছরের দু’টি কন্যা সন্তানও রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement