শিশু শ্রমিক বিদ্যালয়ের দিনমজুর পরিবারের পঞ্চাশজন পড়ুয়ার হাতে নতুন জামা প্যান্ট তুলে দিলেন আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়। নবমীতে পুজো মণ্ডপ ঘুরে দেখার জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়ার কথাও জানান তিনি। শনিবার তিনি কেন্দ্রীয় সরকারের অনুদানে এবং শ্রম দফতরের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী সংস্থা আইকার্ডের উদ্যোগে চলা ওই স্কুলে যান।