সাগরদিঘিতে শুরু নৌকাবিহার

মহাপঞ্চমীর সকালে কোচবিহারের সাগরদিঘিতে শুরু হল নৌকাবিহার। উদ্বোধন করেন রাজ্যের পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠানে ছিলেন কোচবিহারের সাংসদ রেনুকা সিংহ, জেলাশাসক পি উল্গানাথন, সদর মহকুমাশাসক বিকাশ সাহা প্রমুখ। তাঁরা ‘প্যাডেল বোট’ চেপে সাগরদিঘিতে কিছু সময় ঘুরেও বেড়ান তাঁরা। জেলাশাসক পি উল্গানাথন বলেন, “এত বড় দিঘিতে এমন বোটিংয়ের সুযোগ আগে সেভাবে হয়নি। খুব ভাল লেগেছে। পর্যটকরাও সুযোগ হাতছাড়া করবেন না বলে আমার ধারণা। রবীন্দ্রনাথবাবু বলেন, “সাগরদিঘিতে নৌকাবিহার বাড়তি মাত্রা যোগ করবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৫
Share:

থাকছে লাইফ জ্যাকেটের ব্যবস্থাও। ছবি: হিমাংশুরঞ্জন দেব।

মহাপঞ্চমীর সকালে কোচবিহারের সাগরদিঘিতে শুরু হল নৌকাবিহার। উদ্বোধন করেন রাজ্যের পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ।

Advertisement

অনুষ্ঠানে ছিলেন কোচবিহারের সাংসদ রেনুকা সিংহ, জেলাশাসক পি উল্গানাথন, সদর মহকুমাশাসক বিকাশ সাহা প্রমুখ। তাঁরা ‘প্যাডেল বোট’ চেপে সাগরদিঘিতে কিছু সময় ঘুরেও বেড়ান তাঁরা। জেলাশাসক পি উল্গানাথন বলেন, “এত বড় দিঘিতে এমন বোটিংয়ের সুযোগ আগে সেভাবে হয়নি। খুব ভাল লেগেছে। পর্যটকরাও সুযোগ হাতছাড়া করবেন না বলে আমার ধারণা। রবীন্দ্রনাথবাবু বলেন, “সাগরদিঘিতে নৌকাবিহার বাড়তি মাত্রা যোগ করবে।”

মৎস্য দফতরের মালিকানাধীন ওই দিঘিটি আগামী ৫ বছরের জন্য একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হয়েছে। ওই সংস্থার উদ্যোগেই নৌকাবিহার চালু করা হয়। মোট ৬টি ‘প্যাডেল বোটে’ আপাতত ওই নৌকাবিহারের সুযোগ মিলবে। আধঘণ্টার জন্য মাথাপিছু ৫০ টাকা ভাড়া লাগবে। একটি নৌকা ‘রেসকিউ বোট’ হিসাবে রাখা হচ্ছে। থাকছেন দক্ষ সাঁতারুরাও। লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। কোচবিহারের সদর মহকুমাশাসক বিকাশ সাহা জানান, নিরাপত্তার ব্যবস্থায় খামতি রাখা হয়নি। বেসরকারি সংস্থাটির কর্তা মুকুট রায়চৌধুরী বলেন, “দ্রুত রেসকিউ বোট হিসাবে একটি স্পিড বোট আনা হচ্ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement