শনিবার এই ভবনের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। — নিজস্ব চিত্র।
স্থায়ী ভবন পেল হিন্দি কলেজ। বছর দুয়েক ধরে বানারহাট হিন্দি কলেজের পঠনপাঠন বীরপাড়া কলেজে অস্থায়ী ভাবে চলছিল। শনিবার বানারহাটে ৩৪ হাজার বর্গফুটের স্থায়ী কলেজ ভবনের উদ্বোধন হয়েছে। ভবন তৈরিতে খরচ হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা। শীঘ্রি নতুন ভবনে পঠনপাঠন শুরু হবে বলে এ দিন জানানো হয়েছে।
এ দিন কলেজের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরই কলেজ তৈরির বরাদ্দ দিয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এ দিন মন্ত্রী বলেন, ‘‘হিন্দি মাধ্যম স্কুলে পড়েও, এতদিন কলেজ না থাকায় হিন্দি পড়তে রাজ্যের বাইরে যেতে হত চা বলয়ের পড়ুয়াদের। এবার থেকে সেই সমস্যা আর থাকবে না। হিন্দিতে সিলেবাস তৈরি করে কলেজের পঠন পাঠন দু বছর ধরে চলছে। এবার থেকে স্থায়ী ভবনে পড়াশোনা হবে।’’ কলেজ লাগোয়া এলাকায় দ্রুত হস্টেল তৈরির কাজও শুরু হবে বলে জানানো হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, চলতি শিক্ষাবর্ষে ৯৮৫ জন ছাত্র ছাত্রী কলেজে ভর্তি হয়েছেন।
কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে বনমন্ত্রী বিনয় বর্মন ও ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী সহ মালবাজারের কংগ্রেস বিধায়ক জোসেফ মুন্ডা উপস্থিত থাকলেও আমন্ত্রণ না পাননি বলে ক্ষোভ আদিবাসীদের দুই গোষ্ঠীর নেতৃত্ব। দুই গোষ্ঠী তাদের দীর্ঘ দিনের আন্দোলনের ফলে সরকার কলেজ তৈরি করতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন। আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির সহ সভাপতি তেজ কুমার টোপ্পোর অভিযোগ, ‘‘হিন্দি মাধ্যমের কলেজ নিয়ে আমরা কয়েক বছর ধরে আন্দোলন করে এসেছি। অথচ উদ্বোধনে আমাদের ডাকা হল না।’’ তাঁর অভিযোগ, এখনও ১২০০ জন হিন্দি মাধ্যমের ছাত্র ছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি। বানারহাট হিন্দি কলেজের বদলে ওই কলেজের নাম আদিবাসী বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা কার্তিক ওঁরাও-এর নামাঙ্কিত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।
আদিবাসী সংগঠনের অন্য গোষ্ঠী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা জন বার্লার কথায়, ‘‘আমন্ত্রণ না পেয়ে অপমানিত হয়েছি। আদিবাসী ছাত্র ছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার জন্য মাত্র ছয় শতাংশ আসন বরাদ্দ করা হয়েছে। যারা ভর্তি হতে পারেন নি তাদের দ্রুত ভর্তি করা না হলে আন্দোলন হবে।’’ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতমবাবুর কথায়, ‘‘যাঁরা আমন্ত্রণের দায়িত্বে ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলব। যদি ওঁরা আমন্ত্রণ না পান, তবে আমি দুঃখপ্রকাশ করছি।’’
বানারহাট হিন্দি কলেজ উদ্বোধনের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ধূপগুড়িতে ঘরে ঘরে পানীয় জল প্রকল্পের শিলান্যাস, দুটি সেতু, রাস্তা, পুরভবন উদ্বোধন, ধূপগুড়ি কলেজের বিজ্ঞান ভবনের শিল্যানাস সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।