সিসিটিভি ফুটেজ দেখলেন দম্পতি

ধর্ষণের হুমকিতে শিশুসহ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়া দম্পতি এখন অনেকটাই সুস্থ। তবে সিটি স্ক্যান রিপোর্টে জানা গিয়েছে, ১০ মাসের শিশুটির মাথায় চিড় ধরেছে। শুক্রবার দুপুরে শিশু কন্যা-সহ ওই দম্পতিকে গুয়াহাটি রেল হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাসপাতালে যান রেল পুলিশের সুপারিনটেন্ডেন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০১:০২
Share:

ধর্ষণের হুমকিতে শিশুসহ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়া দম্পতি এখন অনেকটাই সুস্থ। তবে সিটি স্ক্যান রিপোর্টে জানা গিয়েছে, ১০ মাসের শিশুটির মাথায় চিড় ধরেছে। শুক্রবার দুপুরে শিশু কন্যা-সহ ওই দম্পতিকে গুয়াহাটি রেল হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাসপাতালে যান রেল পুলিশের সুপারিনটেন্ডেন্ট। তিনি কথা বলেন দম্পতির সঙ্গে। ল্যাপটপে দেখানো হয় আলিপুরদুয়ার জংশনের সিসিটিভি ফুটেজ। সহযাত্রীদের চিহ্নিত করতে দিল্লি ও গাজিয়াবাদের ফুটেজ খতিয়ে দেখতে রওনা হল তদন্তকারী দল। ওই দম্পতির ক্ষতিপূরণের দাবিতে সোমবার ডিআরএম অফিসে চিঠি দেবে আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

Advertisement

রেল পুলিশের সুপার সুনীলকুমার যাদব জানান, ওই মহিলা ও তার স্বামীর বক্তব্য ভিডিও রেকর্ডিং করা হয়েছে। ওঁদের বক্তব্য অনুযায়ী বিশেষজ্ঞ দিয়ে সহযাত্রীদের ছবি আঁকানো হয়েছিল। কিন্তু সেই ছবি দেখে ওঁরা চিহ্নিত করতে পারেনি। তবে ট্রেন থেকে ঝাঁপ দেওয়া ওই ব্যক্তি জানান, ফুটেজে দু’জন ব্যক্তিকে চিহ্নিত করেছেন তিনি। সুনীলকুমার যাদব বলেন, ‘‘স্টেশনগুলিতে পর্যাপ্ত সিসিটিভি নেই। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement