সভাপতির দায়িত্ব নিয়ে সংশয়ে মোহন

দল তাঁকে সভাপতির পদে বসালেও, তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন কিনা তা এখনও চূড়ান্ত করেননি বলে জানিয়ে দিলেন মোহন ঘিসিঙ্গ। গত শুক্রবার জিএনএলএফ সুপ্রিমো সুবাস ঘিসিঙ্গের মরদেহ শিলিগুড়ি পৌঁছতেই, তাঁর ছেলে মোহনকে দলের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। যদিও, শনিবার মোহন নিজেকে ‘রাজনীতির লোক’ নন বলে দাবি করে, এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে দাবি করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৮
Share:

দার্জিলিঙে বাড়িতে মোহন ঘিসিঙ্গ। নিজস্ব চিত্র।

দল তাঁকে সভাপতির পদে বসালেও, তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন কিনা তা এখনও চূড়ান্ত করেননি বলে জানিয়ে দিলেন মোহন ঘিসিঙ্গ। গত শুক্রবার জিএনএলএফ সুপ্রিমো সুবাস ঘিসিঙ্গের মরদেহ শিলিগুড়ি পৌঁছতেই, তাঁর ছেলে মোহনকে দলের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। যদিও, শনিবার মোহন নিজেকে ‘রাজনীতির লোক’ নন বলে দাবি করে, এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে দাবি করেছেন।

Advertisement

সাধারণ বাসিন্দা সহ রাজনৈতিক ব্যক্তিত্বের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শনিবার দার্জিলিঙের ডক্টর জাকির হোসেন রোডের বাড়িতে সুবাস ঘিসিঙ্গের মরদেহ রাখা হয়। এ দিন সকালে জিএনএলএফ নেতাদের পাশে বসে মোহন দাবি করেন, পার্টির সভাপতি নির্বাচিত হওয়ার কথা শনিবার সংবাদপত্র পড়েই তিনি জেনেছেন। তাঁর কথায়, “পার্টির সভাপতি হওয়া খুবই বড় দায়িত্ব। আমি রাজনীতির লোক নই। দলের দায়িত্ব নেওয়ার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। এ বিষয়ে আমি এখন ভাবতে চাই না। আগে বাবার শেষকৃত্য হোক, তারপরে দলের প্রবীণ নেতাদের সঙ্গে আলোচনা করে যাবতীয় সিদ্ধান্ত এবং পরবর্তী পদক্ষেপ করা হবে।”

ঘিসিঙ্গের হাতেই জিএনএলএফ তৈরি। দলের প্রাণপুরুষের অনুপস্থিতিতে তাঁর ছেলেই দলের যোগ্য উত্তরাধিকারী বলে দলের নেতাদের দাবি। মোহন ঘিসিঙ্গ দলের দায়িত্ব নিলে, কর্মী-সমর্থকরাও প্রতি পদক্ষেপে ‘সুপ্রিমো’র ছায়া খুঁজে পাবেন বলে তাদের দাবি। সে ক্ষেত্রে মোহন দায়িত্ব নিতে রাজি না হলে, দলের সঙ্কট গভীর হতে পারে বলে আশঙ্কা প্রবীণ নেতাদের একাংশের। মোহনের বক্তব্য প্রসঙ্গে অবঢ়শ্য জিএনএলএফের নেতারা এ দিন কোনও মন্তব্য করেননি। তাঁরা জানিয়েছেন, যা সিদ্ধান্ত হবে সকলে মিলেই আলোচনা করে হবে।

Advertisement

এ দিন দিনভর বিভিন্ন রাজনৈতিক নেতা সহ সাধারণ বাসিন্দারা ঘিসিঙ্গকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। ভোর সাড়ে ৫টা থেকে হাতে খাদা, ফুল নিয়ে জাকির হোসেন রোডে ঘিসিঙ্গের বাড়ির সামনে লাইন দিতে দেখা যায়। গোর্খা জনমুক্তি মোর্চার সহ সভাপতি আর পি ওয়াইবা, জিটিএ সদস্য তথা মোর্চা নেত্রী উর্মিলা রুম্বা, সিপিআরএমের সভাপতি আরবি রাই, কেবি ওয়াটার, এখিল ভারতীয় গোর্খা লিগের নেতা প্রতাপ খাতি, কংগ্রেসের পাহাড়ের নেতা পিটি লামা খাদা, ফুল দিয়ে ঘিসিঙ্গকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এ দিন দার্জিলিং শহরের দোকান বাজার বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। আজ, রবিবার ঘিসিঙ্গের মরদেহ মিরিকের মানজু চা বাগানে নিয়ে যাওয়া হবে। মানজু চা বাগানের বাড়িতেই ঘিসিঙ্গের জন্ম। সেখানেও বাসিন্দারা শ্রদ্ধা জানাবেন বলে জানানো হয়েছে। এ দিন মিরিকেই ঘিসিঙ্গের শেষকৃত্য সম্পন্ন হবে। দলের তরফে রবিবার এক ঘণ্টা দোকান বাজার বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে ব্যবসায়ীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন