হিন্দি হাইস্কুলে এখনও ধর্না চলছে শিক্ষক-শিক্ষিকাদের

শিলিগুড়ি হিন্দি হাইস্কুলের বিভিন্ন সমস্যা মেটানোর দাবিতে আন্দোলন চলছেই। শনিবারও স্কুলের সময় শিক্ষক-শিক্ষিকারা অধিকাংশই কর্মবিরতি করে ধর্না মঞ্চে অবস্থান করেন। প্রশাসনের তরফে স্কুলে সমস্যা মেটানোর দাবি জানিয়ে তাঁরা ওই ধর্না আন্দোলন করছেন শুক্রবার থেকেই। তার জেরে এ দিনও স্কুলে কোনও ক্লাস হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৩
Share:

শিলিগুড়ি হিন্দি হাইস্কুলের বিভিন্ন সমস্যা মেটানোর দাবিতে আন্দোলন চলছেই। শনিবারও স্কুলের সময় শিক্ষক-শিক্ষিকারা অধিকাংশই কর্মবিরতি করে ধর্না মঞ্চে অবস্থান করেন। প্রশাসনের তরফে স্কুলে সমস্যা মেটানোর দাবি জানিয়ে তাঁরা ওই ধর্না আন্দোলন করছেন শুক্রবার থেকেই। তার জেরে এ দিনও স্কুলে কোনও ক্লাস হয়নি।

Advertisement

শিক্ষক-শিক্ষিকাদের ধর্না আন্দোলনকে সমর্থন করছেন অভিভাবকরা অধিকাংশই। শিক্ষকদের অভিযোগ, জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু হলেও স্কুলে ছাত্রদের বই দেওয়া হয়নি এখন পর্যন্ত। তাতে পড়াতে সমস্যা হচ্ছে। দুই শিক্ষককে অন্যায় ভাবে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তা ছাড়া কর্তৃপক্ষ স্কুলটিকে ভাষাগত সংখ্যা লঘু দাবি করে সমস্যা বাড়িয়েছেন। সরকারি নির্দেশের পরে এ বছর পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণিতে নতুন ছাত্র ভর্তি নেওয়া হয়নি। অভিভাবক মঞ্চের সন্দেহ, স্কুলটিকে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সমস্যা মেটানোর ব্যবস্থা না করা হলে লাগাতার ধর্না অবস্থান, প্রয়োজনে অনশন আন্দোলনের হুমকি দিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। স্কুলটি যে সোসাইটির অধীনে বলে দাবি করা হয়, তার সদস্য সীতারাম ডালমিয়া জানান, তাঁরা বিষয়টি উপর নজর রাখছেন। আদালতে স্কুলের সমস্যা নিয়ে মামলা চলছে। সেখান থেকে যে নিদের্শ আসবে, সেই মতো তাঁরা পদক্ষেপ করবেন।

সম্প্রতি সমস্যা নিয়ে মহকুমা প্রশাসনের দফতরে বৈঠক ডেকেছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রদীপ দাস। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিভাবক মঞ্চের সম্পাদক সন্দীপন ভট্টাচার্য বলেন, “স্কুলের জমিতে প্রোমোটারির চেষ্টা হচ্ছে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি। প্রশাসনের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া। না হলে পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন