কিছুই নাড়া দেয় না মদনকে

এখন আর কোনও ঘটনাই তাঁর অনুভূতি জাগায় না। সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে ধৃত প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সোমবার তাঁর এই উপলব্ধির কথা জানান। সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের পক্ষে গিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৪
Share:

এখন আর কোনও ঘটনাই তাঁর অনুভূতি জাগায় না। সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে ধৃত প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সোমবার তাঁর এই উপলব্ধির কথা জানান। সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের পক্ষে গিয়েছে। সিঙ্গুর আন্দোলনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী ছিলেন মদনবাবু। তাঁর দাবি, ‘‘সেই সময় দেড় মাস সিঙ্গুরের মাটি কামড়ে পড়ে ছিলাম।’’ তাই আদালতের রায়ে তিনি খুশি। কিন্তু প্রায় সব হারিয়ে এখন আর কোনও কিছুতেই তাঁর বাড়তি উৎসাহ নেই। এ দিন আলিপুর অতিরিক্ত মুখ্য বিচারকের আদালত-চত্বরে দাঁড়িয়ে মদনবাবু বলেন, ‘‘আমি খুব ক্লান্ত, বিষণ্ণ। দুনিয়ার কোনও ঘটনাই আমাকে আর নাড়া দেয় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন