কোরপান কাণ্ডে ফের জামিন

এন আর এস হাসপাতালের ছাত্রাবাসে কোরপান শাহ নামে এক যুবককে খুনের ঘটনায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন আরও এক চিকিৎসক। বুধবার ডিভিশন বেঞ্চ অভিযুক্ত চিকিৎসক জাভেদ আখতারের জামিন মঞ্জুর করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০২:৫৫
Share:

এন আর এস হাসপাতালের ছাত্রাবাসে কোরপান শাহ নামে এক যুবককে খুনের ঘটনায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন আরও এক চিকিৎসক। বুধবার ডিভিশন বেঞ্চ অভিযুক্ত চিকিৎসক জাভেদ আখতারের জামিন মঞ্জুর করে। মঙ্গলবার ওই বেঞ্চ থেকেই জামিন পেয়েছিলেন অভিজিৎ কুমার নামে অন্য এক চিকিৎসক।

Advertisement

১৬ নভেম্বর ওই হাসপাতালের ছাত্রাবাসে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয় কোরপানকে। ১২ জনকে গ্রেফতার হন। এ দিন আদালতে অভিযুক্তের আইনজীবী জানান, জাভেদের বিরুদ্ধে পুরনো দুষ্কর্মের অভিযোগ নেই। সরকারি কৌঁসুলি জামিনের বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল শুনে ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement