ওলা-উবেরদের সরকারি লাইসেন্স

সরকারের শর্ত নীতিগত ভাবে মেনে নিয়েছে ওলা, উবের, মেরু ক্যাব ও ‘ট্যাক্সি ফর সিওর’। তাই ওই চারটি সংস্থা‌কে লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্যের পরিবহণ দফতর। সরকার ও লাক্সারি ট্যাক্সি সংস্থাগুলির দাবি, পশ্চিমবঙ্গই প্রথম এ ধরনের সংস্থাকে লাইসেন্স দিতে উদ্যোগী হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৩৯
Share:

সরকারের শর্ত নীতিগত ভাবে মেনে নিয়েছে ওলা, উবের, মেরু ক্যাব ও ‘ট্যাক্সি ফর সিওর’। তাই ওই চারটি সংস্থা‌কে লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্যের পরিবহণ দফতর। সরকার ও লাক্সারি ট্যাক্সি সংস্থাগুলির দাবি, পশ্চিমবঙ্গই প্রথম এ ধরনের সংস্থাকে লাইসেন্স দিতে উদ্যোগী হল।

Advertisement

উবেরের তরফে অশ্বিন ডায়াস এ দিন বলেন, ‘‘প্রস্তাবে আমরা খুশি। আশা করছি, দ্রুত সস্তায় নিরাপদ পরিষেবা দিতে পারব।’’

পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানান, শর্ত মানায় এ বার থেকে একই গাড়ি আর একাধিক সংস্থার অধীনে পরিষেবা দিতে পারবে না। অন্যান্য সংস্থার মতো উবেরও গাড়িতে লোগো লাগাবে। শর্ত:
• সরকারের থেকে সব সংস্থাকে লাইসেন্স নিতে হবে।
• চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম রাখতে হবে।
• লাইসেন্স নবীকরণ দু’বছর অন্তর।
• শর্ত না-মানলে লাইসেন্স বাতিল হতে পারে।
• সব সংস্থাকে পারফরম্যান্স অডিট করতে হবে।
• গাড়িতে সংস্থার পোশাক, লোগো চাই।
• চাই সিসি ক্যামেরা। l জিপিএস পরিষেবা ও ‘ফিজিক্যাল প্যানিক বাটন’ রাখতে হবে। l চালকের বিষয়ে তথ্য সরকার অনুমোদিত নিরাপত্তা সংস্থাকে দিয়ে পরীক্ষা করাতে হবে।

Advertisement

লাক্সারি ট্যাক্সি সংস্থাগুলি অবশ্য সরকারকে জানিয়েছে, শর্ত রূপায়ণের জন্য কিছু সময় চাই। পরিবহণসচিব বলেন, ‘‘ওই সব সংস্থাকে তিন মাস সময় দেওয়া হয়েছে।’’ পরিবহণকর্তারা বলছেন, সময় তো দেওয়া হচ্ছেই। তবে আলোচনার মাধ্যমে প্রস্তাব বাস্তবায়িত করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement