ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে প্রৌঢ়ের মৃত্যু

একশো দিনের কাজ প্রকল্পে মজুরির দু’হাজার টাকা তুলতে গিয়ে উলুবেড়িয়ার বাসুদেবপুরে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের সামনেই মৃত্যু হল এক প্রৌঢ়ের। সনৎ বাগ (৫৫) নামে ওই প্রৌঢ়ের বাড়ি বাসুদেবপুরেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০২:৫০
Share:

একশো দিনের কাজ প্রকল্পে মজুরির দু’হাজার টাকা তুলতে গিয়ে উলুবেড়িয়ার বাসুদেবপুরে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের সামনেই মৃত্যু হল এক প্রৌঢ়ের। সনৎ বাগ (৫৫) নামে ওই প্রৌঢ়ের বাড়ি বাসুদেবপুরেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে। শনিবার এই ঘটনার কথা জানার পরে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে পাশে থাকার আশ্বাস দেন সনৎবাবুর স্ত্রী কল্পনাদেবীকে।

Advertisement

মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, সনৎবাবু আধার কার্ড নিয়ে যাননি। ফলে, লাইন দিয়ে ব্যাঙ্কের কাউন্টারে পৌঁছেও টাকা তুলতে পারেননি। ব্যাঙ্ককর্মীরা কার্ড চাওয়ায় সনৎবাবু এক প্রতিবেশীকে তা আনতে বলে ব্যাঙ্কের সামনে অপেক্ষা করতে থাকেন। তখনই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন। তবে, ওই ব্যাঙ্কের ম্যানেজার উদয়ভানু পালের দাবি, ‘‘ওই প্রৌঢ ব্যাঙ্কে ঢোকেননি। এ নিয়ে কিছু বলতে পারব না।’’ আজ, রবিবার সনৎবাবুর এক মেয়ের বিয়ের জন্য দেখাশোনা হওয়ার কথা। কল্পনাদেবী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে একটা কাজের ব্যবস্থা করে দিতে বলেছি। মুখ্যমন্ত্রী পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন