Durga Puja Carnival

১০০ পুজোকে নিয়ে শনিবার কলকাতার রেড রোডে কার্নিভাল, নিয়মবিধি জানাল পুলিশ

বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়, কার্নিভালে অংশগ্রহণকারী প্রতিটি পুজো কমিটি সর্বাধিক তিনটি গাড়ি আনতে পারবে। প্রতিমা-সহ গাড়ির উচ্চতা ১৬ ফুটের মধ্যে রাখতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৯:২৯
Share:

রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল। প্রতীকী ছবি।

রেড রোডের দুর্গাপুজো কার্নিভাল নিয়ে বৃহস্পতিবার লালবাজারে বৈঠকে বসেছিলেন কলকাতা পুলিশের কর্তারা। সেই বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অতিমারির জন্য প্রায় দু’বছর বন্ধ থাকার পর আগামী শনিবার ফের রেড রোডে হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। এই কার্নিভালে অংশ নেবে কলকাতার সেরা ১০০টি পুজো কমিটি। মুখ্যমন্ত্রী, বিশিষ্ট মানুষজন ছাড়াও এ বার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ইউনেস্কোর প্রতিনিধিদের।

Advertisement

বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়, কার্নিভালে অংশগ্রহণকারী প্রতিটি পুজো কমিটি সর্বাধিক তিনটি গাড়ি আনতে পারবে। প্রতিমা-সহ গাড়ির উচ্চতা ১৬ ফুটের মধ্যে রাখতে হবে। যে গাড়িগুলি কার্নিভালে অংশগ্রহণ করবে, সেগুলির চালকের নাম-সহ যাবতীয় তথ্য স্থানীয় থানায় জমা দিতে হবে। গাড়িগুলির যান্ত্রিক কোনও ত্রুটি আছে কি না, তা-ও খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। শোভাযাত্রায় প্রতিটি পুজো কমিটির সঙ্গে এক জন করে পুলিশ আধিকারিক থাকবেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছু পুজো কমিটির প্রতিমার উচ্চতা বেশি হওয়ার কারণে গাড়ি-সহ উচ্চতা নির্ধারিত ১৬ ফুটের বেশি হয়ে যাচ্ছে। কমিটিগুলির তরফে উচ্চতা বাড়ানোর আবেদন জানানো হলেও পুলিশের তরফে তাদের নিচু কোনও গাড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

হেস্টিংস বা লাভার্স লেন ধরে আসা গাড়িগুলিকে শনিবারের জন্য কেপি রোড ধরে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে। মূল অনুষ্ঠান বিকেল সাড়ে ৪টের সময় শুরু হলেও অংশগ্রহণকারী পুজো কমিটিগুলিকে সকাল ১১টার মধ্যে পুলিশের কাছে রিপোর্ট করার কথা বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন