কালবৈশাখী এল, গাড়ির উপর গাছ ভেঙে মৃত ১

দিনভর ভ্যাপসা গরম নাজেহাল করার পর শনিসন্ধ্যায় কলকাতাকে স্বস্তি দিল কালবৈশাখী। এক ধাক্কায় তাপমাত্রা নেমে যাওয়ায় রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছেন লোকজন। ঝড়ের দাপটে গাছ উপড়ে পড়ায় এবং ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ভোগান্তিও সইতে হয়েছে অনেককে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০৩:১৩
Share:

বজ্রবিদ্যুৎ: মরসুমের প্রথম কালবৈশাখীতে স্বস্তি কলকাতায়। শনিবার। ছবি: বিশ্বনাথ বণিক।

দিনভর ভ্যাপসা গরম নাজেহাল করার পর শনিসন্ধ্যায় কলকাতাকে স্বস্তি দিল কালবৈশাখী। এক ধাক্কায় তাপমাত্রা নেমে যাওয়ায় রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছেন লোকজন। ঝড়ের দাপটে গাছ উপড়ে পড়ায় এবং ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ভোগান্তিও সইতে হয়েছে অনেককে। বিমানবন্দরের কাছে গাড়ির উপরে গাছ ভেঙে পড়ায় গাড়ির চালক সোদপুরের বাসিন্দা যাদব মণ্ডল (৩৪) মারা গিয়েছেন। আহত দু’জন হাসপাতালে ভর্তি।

Advertisement

লালবাজার জানিয়েছে, ঝড়ের দাপটে হেস্টিংস হাউস, টালার তারাশঙ্কর সরণি, হরিশ মুখার্জি রোড, গুরুসদয় দত্ত, রেনি পার্ক, বেহালা শীলপাড়া এবং লেক মল-সহ ১৫টি জায়গায় গাছ উপড়ে পড়ায় গাড়ি চলাচল ব্যাহত হয়। রেল জানিয়েছে, তার ছিঁড়ে যাওয়ায় রাত আটটা থেকে বারুইপুর, ক্যানিং ও লক্ষ্মীকান্তপুর শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গভীর রাত পর্যন্ত তা স্বাভাবিক হয়নি।

হাওয়া অফিস সূত্রের খবর, ঝাড়খণ্ডে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, কলকাতার উপর দিয়ে সুন্দরবন পর্যন্ত বয়ে গিয়েছে। মেঘটির উচ্চতা ছিল প্রায় ১২ কিলোমিটার। কলকাতায় এ দিন ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৬ কিলোমিটার। গরম ও বাতাসে জলীয় বাষ্পের জোগান বেশি থাকায় আজ, রবিবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

আরও পড়ুন:লগ্নি দৌড়ে সারা বছর সব দফতর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement