Accident in Vidyasagar Setu

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা! লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দাদার, অল্পের জন্য রক্ষা পেলেন ভাই

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হাওড়ার যুবকের। মৃতের নাম মনোজ সাউ (৪০)। তিনি হাওড়া থানার অন্তর্গত ৭২/১০ বনবিহারী বোস রোডের বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৫
Share:

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হাওড়ার বাসিন্দা মনোজ সাউয়ের (বাঁ দিকের ছবিতে)। ছবি: সংগৃহীত।

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হাওড়ার যুবকের। মৃতের নাম মনোজ সাউ (৪০)। তিনি হাওড়া থানার অন্তর্গত ৭২/১০ বনবিহারী বোস রোডের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মনোজ এবং তাঁর ভাই অমরনাথ সাউ হাওড়ার একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে অমরনাথের শ্বশুর ভর্তি ছিলেন। রাতেই তাঁর মৃত্যু হয়। এর পর সকালে তাঁর দেহ নিয়ে ফিরছিলেন দুই ভাই। শববাহী গাড়ির পিছনে পিছনে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন দু’জন। স্কুটি চালাচ্ছিলেন অমরনাথ। মনোজ ছিলেন পিছনের আসনে। সেই সময়ে পিছন থেকে লরির ধাক্কা। দু’জনেই ছিটকে পড়েন। এর পর লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মনোজের।

পরিবার সূত্রে খবর, মনোজ হাওড়া জুট মিলে কাজ করতেন। অল্পের জন্য বেঁচে গিয়েছেন তাঁর ভাই অমরনাথ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে লরি নিয়ে চম্পট দিয়েছিলেন চালক। তবে সিসিটিভি ফুটেজ দেখে লরিটিকে চিহ্নিত করা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement