Mamata Banerjee

এক টাকায় জমি দিচ্ছে রাজ্য, প্রতিটি জেলায় তৈরি হচ্ছে শপিং মল, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার, শর্তও রয়েছে নির্মাতাদের জন্য

মুখ্যমন্ত্রী মমতা জানালেন, রাজ্যের ২৩টি জেলার সদরে শপিং মল তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য। রাজ্যই তার জন্য জমির ব্যবস্থা করবে। শুধু তা-ই নয়, সেই জমি এক টাকায় দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘জেলার হে়ডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৮:২৯
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজ্যের প্রতিটি জেলায় একটি করে শপিং মল তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্পকেন্দ্র ‘শিল্পান্ন’-এর উদ্বোধন করে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা জানালেন, রাজ্যের ২৩টি জেলার সদরে শপিং মল তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য। রাজ্যই তার জন্য জমির ব্যবস্থা করবে। শুধু তা-ই নয়, সেই জমি এক টাকায় দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘জেলার হে়ডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব।’’

তবে যাঁরা শপিং মল তৈরির জন্য জমি কিনবেন, তাঁদের জন্য শর্ত বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যত বড়ই শপিং মল তৈরি হোক না কেন, দু’টি তলা (ফ্লোর) রাজ্য সরকারের জন্য রাখতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা যাতে তাঁদের তৈরি জিনিসপত্র সেখানে বিক্রি করতে পারেন, সরকার তারই ব্যবস্থা করছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যারা বানাবে, তাদের জন্য একটাই শর্ত— দুটো ফ্লোর আমার চাই। বাকি জায়গায় আপনারা সিনেমাহল, কফিহাউস, যা খুশি করুন। শপিং মল আপনারা ছ’তলা, সাততলা বা আটতলা যত বড়ই বানান, আমার দেখার দরকার নেই। কিন্তু দুটো ফ্লোর আমার চাই আমার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের জন্য।’’

Advertisement

বৃহস্পতিবার আলিপুরে ‘শিল্পান্ন’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘শিল্পান্ন’-এ শাড়ি এবং চামড়ার জিনিসের দোকান থাকবে। সব মিলিয়ে থাকবে ৪৬টি স্টল। মমতা বলেন, ‘‘চর্মশিল্পে বাংলা ভারতে এক নম্বরে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও এক নম্বরে বাংলা। রাজ্যে ৬৬০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্লাস্টার তৈরি হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement