Narendra Modi

কোভিড নিয়ে অনলাইন গণ-আবেদন মোদীকে

দাবি, শহরের প্রতিটি ওয়ার্ডে এবং গ্রাম পঞ্চায়েতে হাসপাতাল তৈরি করে সেখানে চিকিৎসক, নার্স, ওষুধ, অক্সিজেন-সহ যাবতীয় পরিকাঠামো রাখতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২১ ০৬:৪৬
Share:

ফাইল চিত্র।

যুদ্ধকালীন তৎপরতায় কোভিড পরিস্থিতি মোকাবিলার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে অনলাইন গণ-আবেদন জানাল এসইউসি। তাদের দাবি, শহরের প্রতিটি ওয়ার্ডে এবং গ্রাম পঞ্চায়েতে হাসপাতাল তৈরি করে সেখানে চিকিৎসক, নার্স, ওষুধ, অক্সিজেন-সহ যাবতীয় পরিকাঠামো রাখতে হবে। এই কাজের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, ‘অক্সফাম’-এর সমীক্ষায় উঠে আসা কোটিপতিদের কাছ থেকে ৫০% অর্থ নিয়ে, শিক্ষা বাদে অন্য সব খাতের বরাদ্দ কমিয়ে স্বাস্থ্যে বাজেট বাড়িয়ে এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংসদ ও সব রাজ্যের বিধায়কদের এক বছরের বেতন নিয়ে সেই টাকার সংস্থান করার দাবি তুলেছে এসইউসি। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের পাঠানো আবেদনে মঙ্গলবার অনলাইন স্বাক্ষর সংগ্রহের সূচনা করেছেন সৌমেন বসু, চণ্ডীদাস ভট্টাচার্য, অমিতাভ চট্টোপাধ্যায়, তরুণ নস্কর, তরুণ মণ্ডল প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement