বি এ কমিটি বয়কট বিরোধীদের

গত অধিবেশনে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব সমর্থন করেছিলেন প্রয়োজনীয় ৩০ জনের চেয়ে বেশি বিধায়ক। অধিবেশনে স্পিকার তা গ্রহণ করার পরেও বি এ কমিটিতে নাকচ হয়ে যাওয়ার প্রতিবাদেই বিরোধী বাম ও কংগ্রেস এ দিনের বৈঠক বয়কট করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ০০:৩৬
Share:

—ফাইল চিত্র।

ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য দু’দিনের বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার। ডেপুটি স্পিকার পদে নির্বাচন হওয়ার কথা কাল, শুক্রবার। তার আগে বুধবার বিধানসভার কার্য উপদেষ্টা (বি এ) কমিটির বৈঠক বয়কট করলেন বিরোধীরা। গত অধিবেশনে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব সমর্থন করেছিলেন প্রয়োজনীয় ৩০ জনের চেয়ে বেশি বিধায়ক। অধিবেশনে স্পিকার তা গ্রহণ করার পরেও বি এ কমিটিতে নাকচ হয়ে যাওয়ার প্রতিবাদেই বিরোধী বাম ও কংগ্রেস এ দিনের বৈঠক বয়কট করেছে। কংগ্রেস পরিষদীয় দলের সচেতক মনোজ চক্রবর্তীর বক্তব্য, ‘‘স্পিকার আমাদের প্রস্তাব গ্রাহ্য করার পরেও বিএ কমিটির বৈঠকে তা বাতিল হয়ে গিয়েছিল। বিধানসভার নিয়মবহির্ভূত ভাবে এই সরকার যা ইচ্ছে, তা-ই করছে। তা হলে আর প্রহসনের বি এ কমিটিতে গিয়ে লাভ কী?’’ বামেদের তরফে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান (ভিক্টর) রাম্‌জ এ দিনের বৈঠকে হাজির হয়ে গিয়েছিলেন। তবে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, বয়কটের সিদ্ধান্ত সময়মতো জানতে না পারায় ‘ভুলবশত’ ফ ব বিধায়ক বৈঠকে চলে গিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন