ডিএ ঘোষণায় খুশি নয় বিরোধী কর্মী সংগঠন

এই পরিস্থিতিতে গত দু’বছরের ডিএ-ঘাটতির এরিয়ার দাবি করছে বিরোধী কর্মী সংগঠনগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ০৪:২৩
Share:

—ফাইল চিত্র।

আর্থিক টানাটানির মধ্যেই ১৮% ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তাতে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। বিরোধী কর্মী সংগঠনগুলির অভিযোগ, ২০১৯-এর ১ জানুয়ারি যখন ১৮% বর্ধিত ডিএ কার্যকর হবে, মূল্যসূচক অনুযায়ী তখন কর্মচারীদের অবস্থার কোনও ইতিবাচক পরিবর্তন হবে না। এই পরিস্থিতিতে গত দু’বছরের ডিএ-ঘাটতির এরিয়ার দাবি করছে বিরোধী কর্মী সংগঠনগুলি।

Advertisement

ওই সব সংগঠনের ব্যাখ্যা, ২০১৬ সালের ১ জানুয়ারি কেন্দ্র তাদের কর্মচারীদের ১২৫% ডিএ দিয়েছিল। রাজ্য কর্মীরা তখন ৮৫% ডিএ পেতেন। মূল্যসূচক অনুযায়ী কেন্দ্র নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিয়েছে। কিন্তু রাজ্য দিয়েছে প্রতি বছর বিভিন্ন হারে। রাজ্য কর্মীরা ১০০% ডিএ পেলেও তা কেন্দ্রীয় কর্মীদের তুলনায় অন্তত ৪২% কম। কর্মী সংগঠনের নেতাদের অনুমান, ২০১৯-এ রাজ্য যখন ১৮% ডিএ দেবে, তত দিনে আরও দু’কিস্তি ডিএ দিয়ে দেবে কেন্দ্র। ফলে ব্যবধান বেড়ে দাঁড়াবে প্রায় ৫০%।

এই পরিস্থিতিতে ২০১৬-র ১ জানুয়ারি থেকে বকেয়ার নিরিখে এরিয়ার চাইছে আইএনটিইউসি প্রভাবিত কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আদালতেও এই দাবি করা হবে বলে জানান ডিএ-মামলার অন্যতম আবেদনকারী তথা সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তবে তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বক্তব্য, পুরনো ও নতুন বেতন-কাঠামোর ফারাক না-রেখেই বিরোধী কর্মী-নেতারা ব্যবধান দেখাচ্ছেন। ২০১৯-এ নতুন ডিএ কার্যকর হলে কেন্দ্রের সঙ্গে ব্যবধান থাকতে পারে বড়জোর ১৭%।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন