পার্থ ও সুব্রত যাচ্ছেন ওড়িশা

সিবিআই হেফাজতে থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে ভুবনেশ্বরে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পার্থবাবুদের ভুবনেশ্বরে যাওয়ার কথা। তৃণমূলের লোকসভার নেতা সুদীপবাবু গ্রেফতার হওয়ার পরেই মমতা দলের সাংসদ-সহ শীর্ষ নেতাদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পাঠিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০৩:১৯
Share:

সিবিআই হেফাজতে থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে ভুবনেশ্বরে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পার্থবাবুদের ভুবনেশ্বরে যাওয়ার কথা। তৃণমূলের লোকসভার নেতা সুদীপবাবু গ্রেফতার হওয়ার পরেই মমতা দলের সাংসদ-সহ শীর্ষ নেতাদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পাঠিয়েছিলেন। দল সুদীপবাবুর পাশে আছে এই বার্তা দিয়ে মমতা বোঝাতে চাইছেন, তৃণমূলের বিরুদ্ধে মোদী সরকার আদতে প্রতিহিংসার রাজনীতিই করছে। সে জন্যই মোদী-মোকাবিলায় পার্থবাবুদের ভুবনেশ্বরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement