শিক্ষকদের সঙ্গে বসবেন পার্থ

একের পর এক প্রশ্ন ‘ফাঁস’-এর পরে পর্ষদের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। বলা হয়, শিক্ষকরা পরীক্ষা ব্যবস্থার অঙ্গ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৮
Share:

শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী। —ফাইল চিত্র।

সাতে সাত হয়নি। বুধবার মাধ্যমিকের জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ‘ফাঁস’ রুখে দিতে পেরেছে মধ্যশিক্ষা পর্ষদ। আর মূল বিষয়গুলির পরীক্ষা শেষ হওয়ার পরেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, এ বার তিনি শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসবেন। তাঁর কথায়, ‘‘মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিয়ে শিক্ষক সংগঠনগুলো কথা বলতে চায়। আগামী সপ্তাহে আলোচনায় বসব।’’

Advertisement

একের পর এক প্রশ্ন ‘ফাঁস’-এর পরে পর্ষদের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। বলা হয়, শিক্ষকরা পরীক্ষা ব্যবস্থার অঙ্গ। অথচ পর্ষদ তাঁদের কোনও গুরুত্ব দেয় না। এই অবস্থায় শিক্ষামন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠকে বসুন, এমন দাবি উঠেছিল শিক্ষকমহল থেকেই। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল এ দিন বলেন, ‘‘ শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছিলাম শিক্ষক সংগঠনগুলির সঙ্গে বসতে। পরীক্ষা সুষ্ঠু করতে আমাদের অভিজ্ঞতা কাজে লাগানো উচিত।’’

বৈঠকের ডাককে স্বাগত জানালেও শিক্ষক নেতারা বলছেন, মাধ্যমিক প্রায়শেষ হয়ে গিয়েছে। শুক্রবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। আর মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক। ফলে এই বৈঠক অনেক আগে হওয়া উচিত ছিল।

Advertisement

লাগাতার প্রশ্ন ‘ফাঁস’ নিয়ে কী বলছেন শিক্ষক নেতারা? সরকারি স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর বক্তব্য, পর্ষদ কর্তৃপক্ষের অনমনীয় মনোভাব, দীর্ঘদিন পর্ষদে সচিব না-থাকা, নন টেকনিক্যাল লোকদের পরীক্ষার দায়িত্ব দেওয়া এবং অভিজ্ঞ শিক্ষকদের ঠিক ভাবে ব্যবহার না-করার জন্যই এই পরিণতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন