পার্থ-দিলীপ ফের তরজা, সৌজন্যও

তৃণমূলে ভাঙন ধরবে বলে গত কয়েক দিন ধরেই দাবি করে আসছেন দিলীপবাবু। হলদিয়ায় রবিবার তিনি কড়া ভাষায় তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘মাটি খুঁড়ে ৬ ফুট নীচে পাঠিয়ে দেব। পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে বাংলাদেশে গেলেও নিয়ে আসব। ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেব, বলে যাচ্ছি!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১২:১০
Share:

সকালে তাঁকে আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সন্ধ্যায় পার্থবাবুর বাড়িতে তাঁর স্ত্রীর পারলৌকিক কাজে হাজির হয়ে সৌজন্য দেখালেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

তৃণমূলে ভাঙন ধরবে বলে গত কয়েক দিন ধরেই দাবি করে আসছেন দিলীপবাবু। হলদিয়ায় রবিবার তিনি কড়া ভাষায় তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘মাটি খুঁড়ে ৬ ফুট নীচে পাঠিয়ে দেব। পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে বাংলাদেশে গেলেও নিয়ে আসব। ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেব, বলে যাচ্ছি!’’ এর জবাবে সোমবার পার্থবাবু তাঁর বা়ড়িতে বলেন, ‘‘দিলীপবাবু নানা ভাবে উত্তেজিত করার চেষ্টা করছেন। কচ্ছপকে উল্টে দিলে হাত-পা নাড়তে থাকে। ওঁদেরও সেই দশা! কে কী বলল, সে কথার কোনও মূল্য নেই। যে ভাষায় উনি কথা বলছেন, তা শুনে তো কু-বাক্যের পতাকাধারীরা লজ্জায় মুখ ঢাকছেন!’’ বিজেপি তৃণমূল-বধের চেষ্টা করলেও ব্যর্থ হবে বলে দাবি করেছেন পার্থবাবু। তাঁর বক্তব্য, ‘‘সভায় লোক আনতে পারবেন না! তাঁরা আবার এ সব বলছেন। রাজ্যের মানুষ আমাদের সঙ্গেই আছে।’’

পার্থবাবুর এই প্রতিক্রিয়া শুনে এ দিন বিধানসভা চত্বরে দিলীপবাবু ফের বলেন, ‘‘তৃণমূল যে ভাষা বোঝে, সে ভাষাতেই কথা বলি। যাতে তৃণমূলের বুঝতে সুবিধা হয়!’’ তবে এ কথা বলার কয়েক ঘণ্টা পরেই পার্থবাবুর বাড়িতে যান দিলীপবাবু। শিক্ষামন্ত্রীর স্ত্রীর প্রয়াণে পারলৌকিক কাজের নিমন্ত্রণ রক্ষার আসরেই সৌজন্য বিনিময় হয় দু’জনের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন