ডিআই-দের বিরুদ্ধে পদক্ষেপের হুমকি পার্থের

শিক্ষকদের বদলি সংক্রান্ত কোনও ব্যাপারে শিক্ষক সমিতির হাতে দায়িত্ব দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন পার্থবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৯ ০২:০৮
Share:

—ফাইল চিত্র।

জেলার স্কুল পরিদর্শকদের (ডিআই) ভূমিকা নিয়ে ফের ক্ষোভপ্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অনেক সময়ই এলাকার স্কুলগুলিতে না গিয়ে, যথোচিত তথ্য না নিয়ে শিক্ষা দফতরে তাঁরা রিপোর্ট পাঠাচ্ছেন বলে পার্থবাবুর অভিযোগ। তার ফলে রাজ্য সরকারকে বিভিন্ন সময়ে ‘বিড়ম্বনা’য় পড়তে হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। শনিবার তপসিয়ার তৃণমূল ভবনে দল সমর্থিত মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন পার্থবাবু। তার পরেই তিনি বলেন, ‘‘এই ভাবে চলতে থাকলে আগামী দিনে ভাবতে হবে।’’ প্রয়োজনে সংশ্লিষ্ট ডিআই-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে পার্থবাবুর ইঙ্গিত।

Advertisement

শিক্ষকদের বদলি সংক্রান্ত কোনও ব্যাপারে শিক্ষক সমিতির হাতে দায়িত্ব দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন পার্থবাবু। পক্ষপাতিত্ব ঠেকাতে অনলাইনে বা আবেদনের মাধ্যমে বদলিই চালু থাকবে বলে জানান তিনি। শিক্ষক সমিতিকে স্কুলে স্কুলে সাংগঠনিক শক্তি বাড়ানোর পরামর্শ দিয়েছেন পার্থবাবু। তৃণমূল সূত্রের খবর, তৃণমূল থেকে দূরে থাকা শিক্ষকদের কোনও ভাবে হুমকি বা ভয় দেখানো যেন না হয়, সে দিকে খেয়াল রাখতে বলেছেন শিক্ষামন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement