দিলীপকে পার্থর পাল্টা

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিজেপি রাজ্য সভাপতির ‘অশালীন’ মন্তব্যের প্রতিবাদে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি রবিবার বলেন, ‘‘দিলীপ ঘোষের হুমকিকে ভাল চোখে দেখছি না! গ্রামে-গঞ্জে মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ০৩:২৫
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিজেপি রাজ্য সভাপতির ‘অশালীন’ মন্তব্যের প্রতিবাদে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি রবিবার বলেন, ‘‘দিলীপ ঘোষের হুমকিকে ভাল চোখে দেখছি না! গ্রামে-গঞ্জে মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন।’’ তাঁরা কি আইনি পদক্ষেপ করবেন? পার্থবাবুর জবাব, ‘‘মানুষ ক্ষোভের ফলে যা করবেন, দিলীপবাবুর হয়ে তার দায়িত্ব নিতে যাব কেন?’’ দিলীপবাবুর মন্তব্য ছিল, নোট-কাণ্ডে দিল্লিতে আন্দোলনের সময় বিজেপি-ও মমতাকে ‘চুলের মুঠি’ ধরে সরিয়ে দিতে পারত! কিন্তু তাঁদের দল তা করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন