রেল-নীর অমিল, দুর্ভোগ শিয়ালদহ ও কলকাতায়

‘রেল নীর’ অমিল কেন? আইআরসিটিসি-র পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র বলেন, ‘‘পূর্বাঞ্চলে আমাদের একটিই জল তৈরির কারখানা। শ্রমিক সমস্যা তৈরি হওয়ায় সেখানে কিছু দিন জল উৎপাদন বন্ধ ছিল। তাতেই সমস্যা হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৭ ০১:২৬
Share:

ছবি: সংগৃহীত।

বোতল-বন্দি পানীয় জল মিলছে না শিয়ালদহ ও কলকাতা স্টেশনে। রেলওয়ে কেটারিং ও ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) তাদের নিজস্ব বোতল-বন্দি জল ‘রেল নীর’ সরবরাহ করতে পারছে না। ফলে প্রচণ্ড গরমে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ‘রেল নীর’ না পাওয়ায় অন্য সংস্থার তৈরি জলের বোতল রাখা শুরু করেছিলেন স্টেশনের ভেন্ডারেরা। অন্য সংস্থার জল বিক্রি করায় ভেন্ডারদের জরিমানা করতে শুরু করেন রেলের আধিকারিকেরা। তার জেরে প্ল্যাটফর্মে এখন আর কোনও স্টলেই জল পাওয়া যাচ্ছে না।

Advertisement

‘রেল নীর’ অমিল কেন? আইআরসিটিসি-র পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র বলেন, ‘‘পূর্বাঞ্চলে আমাদের একটিই জল তৈরির কারখানা। শ্রমিক সমস্যা তৈরি হওয়ায় সেখানে কিছু দিন জল উৎপাদন বন্ধ ছিল। তাতেই সমস্যা হয়েছে।’’ তবে রেলের নিয়ম হলো, ‘রেল নীর’ না থাকলে চারটি নির্ধারিত সংস্থার জল বিক্রি করা যাবে। স্টল মালিকদের দাবি, তাঁরা ওই চার সংস্থার জলের বোতলই বিক্রি করছিলেন। তার পরেও জরিমানা করা হয়েছে।

কেন এই সমস্যা তৈরি হলো, সেটা খোঁজ নিয়ে দেখতে হবে, বলছেন দেবাশিসবাবু। আর শিয়ালদহের রেল কর্তাদের বক্তব্য, ‘‘আমাদের কাছে সদর দফতর থেকে কোনও নির্দেশিকা আসেনি। ফলে আমরা অন্য সংস্থার জল বিক্রি করতে দিতে পারি না। তাই জরিমানা করা হয়েছে।’’

Advertisement

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এক যাত্রীর মন্তব্য, ‘‘পয়সা দিয়ে জল কিনে খাব। সেটা ‘রেল নীর’ না অন্য কিছু সেটা রেল বুঝুক। কিন্তু রেল যদি জলই দিতে না পারে, তা হলে আর কিছু বলার নেই!’’

যা শুনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্রের আশ্বাস, ‘‘অবিলম্বে যাতে জল পাওয়া যায় সেটা আমরা দেখছি।’’ রেল সূত্রের খবর, ‘রেল নীর’ অমিল হলে স্টল মালিকদের যাতে চারটি অনুমোদিত সংস্থার জল বিক্রি করতে দেওয়া হয়, সেই নির্দেশ নতুন করে পাঠানো হচ্ছে স্টেশনগুলিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement