অতিরিক্ত স্যালাইনে স্নায়ু বিকল, ক্ষতিপূরণ ৫ লক্ষ

চিকিৎসার যাবতীয় নথিপত্র  যাচাই করে এবং চিকিৎসক ও নার্সিংহোমের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে কমিশন জানতে পারে, এমএ গনি হাসপাতালে কম সময়ে বেশি স্যালাইন দেওয়াতেই রোগিণীর স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৫
Share:

প্রতীকী ছবি।

অল্প সময়ে অস্বাভাবিক দ্রুত গতিতে অতিরিক্ত স্যালাইন দেওয়ায় এক মহিলার নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে যায়। সেই ঘটনায় আরামবাগের এক বেসরকারি হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। ১৫ দিনের মধ্যে মহিলার ছেলের হাতে ওই টাকা দিতে বলা হয়েছে।

Advertisement

কমিশনের খবর, সুদীপ্ত সাহা নামে আরামবাগের এক বাসিন্দা মার্চে অভিযোগ করেন, অনবরত বমি করতে থাকায় তাঁর মা কাবেরীদেবীকে এমএ গনি হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক দিন চিকিৎসার পরে বাড়ি ফিরে তিনি কথা বলার, চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন। নার্সিংহোম এবং অন্য চিকিৎসকদের দ্বারস্থ হলে তাঁরা কাবেরীদেবীকে দেখে জানান, অতিরিক্ত স্যালাইন দেওয়ায় এই অবস্থা হয়েছে। একই কথা জানায় কলকাতার কেপিসি মেডিক্যাল কলেজ এবং অন্য একটি নার্সিংহোম।

চিকিৎসার যাবতীয় নথিপত্র যাচাই করে এবং চিকিৎসক ও নার্সিংহোমের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে কমিশন জানতে পারে, এমএ গনি হাসপাতালে কম সময়ে বেশি স্যালাইন দেওয়াতেই রোগিণীর স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement