সিআইডি থেকে জেল হাজতে রুইয়া

জেসপ কর্তা পবন রুইয়াকে জেরা করে অনেক নতুন তথ্য উঠে আসছে, ব্যারাকপুর আদালতে এই আর্জি জানিয়ে গত এক মাসে বেশ কয়েক বার তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিআইডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ০১:৫৩
Share:

জেসপ কর্তা পবন রুইয়াকে জেরা করে অনেক নতুন তথ্য উঠে আসছে, ব্যারাকপুর আদালতে এই আর্জি জানিয়ে গত এক মাসে বেশ কয়েক বার তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিআইডি। অবশেষে শুক্রবার সিআইডি-র তরফে তাদের হেফাজতে নেওয়ার আর্জি না জানানোয় রুইয়ার জেল হেফাজত দিলেন বিচারক।

Advertisement

এ দিন রেলের সঙ্গে চুক্তি ভঙ্গের মামলার পাশাপাশি জেসপে আগুন লাগানোর পিছনে রুইয়ার হাত থাকা এবং মালপত্র ও নথি নষ্ট করা— এই দু’টি মামলারও শুনানি ছিল। তিনটি মামলায় রুইয়ার মোট ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। রুইয়ার আইনজীবী রঞ্জন দাস বলেন, ‘‘বিচারকের কাছে আমার মক্কেলের অসুস্থতার কথা জানিয়েছিলাম। আরও বলেছিলাম, আমার মক্কেল আদালতকে সব সহযোগিতা করতে প্রস্তুত। সিআইডি-র কাছে নতুন আর কোনও তথ্য নেই।’’

অন্য দিকে সরকারি আইনজীবী পল্লব চৌধুরী বলেন, ‘‘জেসপ মামলায় তদন্তের স্বার্থেই সিআইডি পবন রুইয়াকে তাদের হেফাজতে চেয়েছিল। কিন্তু আদালত মামলার গুরুত্ব বুঝেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।’’ এ দিন আদালতের লক-আপ থেকে বেরোনোর সময়ে রুইয়াকে শুধু বলতে শোনা যায়, ‘‘ঈশ্বরে আমার ভরসা আছে।’’ আগামী ৩ ফেব্রুয়ারি রুইয়াকে ফের আদালতে হাজির করানো হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন