মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সিপিএম নেতা গৌতম দেবের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিশিষ্ট মহলে। কড়া নিন্দা করে কেউ বলেছেন, গৌতমবাবু বাংলার রাজনীতি ও সংস্কৃতি সম্পর্কে গর্বকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আবার কারও মতে, বাংলার রাজনীতিতে প্রায়শই কুকথার স্রোত বয়। রাজনীতিকে কিছুতেই এর চেয়ে মুক্ত করা যাচ্ছে না।
তৃণমূল নেত্রীকে আক্রমণ করতে গিয়ে গৌতমবাবু রবিবার ‘মাল’ বলার পাশাপাশিই মন্তব্য করেছেন, দেওয়ালে আগে ‘কুমারী মমতা’ লেখা হতো। সুভাষ চক্রবর্তী মমতার স্বামীর প্রসঙ্গ নিয়ে আসায় হইচইয়ের জেরে ‘কুমারী’ লেখা বন্ধ হয়ে যায়। মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন সব মন্তব্যেই ক্ষুব্ধ বিশিষ্ট জনেরা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথায়, ‘‘লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে!’’ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেছেন, ‘‘সূর্যকান্ত মিশ্র নানা রকম চেষ্টা করছেন। তাঁর উচিত গৌতমবাবুকে সাসপেন্ড করা।’’ আবার দেবেশ চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, এই ধরনের মন্তব্য করে তরুণ প্রজন্মকে কী শেখাচ্ছেন নেতারা?