এমডি, এমএস পড়তে অনুমতি

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, বৃহস্পতিবার ১০৫ জন সরকারি চিকিৎসক এই অনুমতি পেয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ০৫:৪০
Share:

ফাইল চিত্র

সরকারি চিকিৎসকদের উচ্চশিক্ষার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, বৃহস্পতিবার ১০৫ জন সরকারি চিকিৎসক এই অনুমতি পেয়েছেন। দীর্ঘদিন ধরেই প্রবেশিকা পরীক্ষায় পাশ করা সত্ত্বেও স্বাস্থ্য দফতরের অনুমতি না-পাওয়ায় তাঁরা এমডি, এমএসের মতো স্নাতকোত্তর পাঠ নিতে পারছিলেন না। অনুমতি চেয়ে রাস্তায় অবস্থান-বিক্ষোভও করেন কিছু চিকিৎসক।
এ দিনের সিদ্ধান্তের পরে চিকিৎসকদের একাংশ জানান, রাজ্য জুড়ে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি মেটাতে সরকারি চিকিৎসকদের উচ্চশিক্ষার অনুমতি দেওয়া জরুরি ছিল। গ্রামে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক থাকলে শহরের মেডিক্যাল কলেজের উপরে নির্ভর করতে হবে না। তাতে স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement