Petrol

Petrol and Diesel price: গত আট দিনে সাত বার, আবার বাড়ল পেট্রল, ডিজেলের দাম, নাভিশ্বাস মধ্যবিত্তের

কলকাতায় পেট্রলের দাম হল লিটারপ্রতি ১০৯ টাকা ৬৮ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৪ টাকা ৬২ পয়সা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ০৯:৫১
Share:

ফাইল ছবি।

গত আট দিনে সাত বার। মঙ্গলবার ফের বাড়ল পেট্রল ডিজেলের দাম। সাম্প্রতিক দরবৃদ্ধিতে প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৮৩ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রলের দাম বেড়ে হল লিটারপ্রতি ১০৯ টাকা ৬৮ পয়সা। লিটারপ্রতি ডিজেলের দাম বেড়েছে ৭০ পয়সা। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৪ টাকা ৬২ পয়সা। গত এক সপ্তাহে এই নিয়ে তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা ৮০ পয়সা।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম আচমকাই বেড়ে গিয়েছিল। তার প্রভাব এসে পড়েছে দেশের তেলের বাজারেও। স্বভাবতই দাম বেড়েছে। কিন্তু ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শুরু হলেও ভারতে তেলের দাম বাড়তে শুরু করেছে চার রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে। ১০ মার্চ ছিল ভোটগণনা। তেলের দাম বাড়তে শুরু করেছে ২১ মার্চ থেকে। তার পর থেকে লাগাতার বেড়েই চলেছে পেট্রল ডিজেলের দাম।

তেলের দাম নিয়ন্ত্রণের ভার সরকারের হাতে নেই। তাই বিশ্ববাজারে তেলের দাম বাড়লে এখানেও দাম বাড়ে। এটাই কেন্দ্রের যুক্তি। কিন্তু বিরোধীদের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের হাতে যদি দামের রাশ না-ই থাকে তাহলে বিভিন্ন রাজ্যের ভোটের সময় কেন থমকে থাকে দাম, আবার ভোট ফুরোলেই কেন বাড়তে থাকে? তেলের দাম নিয়ে প্রতিবারের মতো এ বারও কেন্দ্র রাজ্যের দায় ঠেলাঠেলি অব্যাহত। এর মাঝে পড়ে সমস্যা বাড়ছে সাধারণ মানুষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন