অনির্দিষ্ট কাল পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক

পেট্রোলের ডিপো থেকে তেল পরিবহণের সময়ে স্থানীয় দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে আগামী কাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। অবশ্য সারা রাজ্যে এখনই ধর্মঘট করা হচ্ছে না। পেট্রোল পাম্প বন্ধ থাকবে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া এবং হুগলি জেলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০৩:৩০
Share:

পেট্রোলের ডিপো থেকে তেল পরিবহণের সময়ে স্থানীয় দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে আগামী কাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। অবশ্য সারা রাজ্যে এখনই ধর্মঘট করা হচ্ছে না। পেট্রোল পাম্প বন্ধ থাকবে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া এবং হুগলি জেলায়।

Advertisement

আইন বাঁচাতে এই আন্দোলনকে ধর্মঘটের পরিবর্তে ডিলাররা ‘নো পারচেজ’ কর্মসূচি আখ্যা দিয়েছেন, কিন্তু কার্যত এটা ধর্মঘটেরই রূপ নিতে চলেছে। পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার সেন বলেন, ‘‘২১ মে থেকে তেল কেনা হবে না মৌড়িগ্রাম, বজবজ ও হলদিয়া ডিপো থেকে।’’ সংগঠনের নেতারা জানান, ‘‘ডিপো থেকে তেল আনার ক্ষেত্রে এক শ্রেণির লোক তাঁদের কাছ থেকে জোর করে তোলা আদায় করছে। ডিলারদের নিজেদের ট্যাঙ্কার থাকা সত্ত্বেও তাঁরা ডিপোর ঠিকাদারদের ট্যাঙ্কার নিতে বাধ্য হচ্ছেন, যার ফলে তেলের মাপ ও মান ঠিক থাকছে না। বিশেষ করে মৌড়িগ্রাম এবং বজবজের ডিপো দু’টিতে অবস্থা চরমে পৌঁছেছে।’’

সংগঠনের সাধারণ সম্পাদক শরদিন্দু পাল তাঁর অভিযোগে বলেন, ‘‘তেল সংস্থার এক শ্রেণির কর্মী ওই দুষ্কৃতীদের মদত দিচ্ছে। সংস্থাগুলির কাছে দীর্ঘ দিন নালিশ জানিয়েও কোনও সুরাহা হয়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement