Construction Row At Tarapith

তারাপীঠ মন্দির চত্বরে বেআইনি নির্মাণ কেন? কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

তারাপীঠ মহাশ্মশানের কাছে আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের একটি নির্মাণ গড়া নিয়ে কিছু দিন ধরে বিতর্ক শুরু হয়েছে। নির্মাণ তৈরির প্রতিবাদে বিক্ষোভে নামে বীরভূম জেলা বিজেপি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১২:৫৫
Share:

তারাপীঠ মন্দির। —ফাইল চিত্র।

বীরভূমের তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে। এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলাকারীর বক্তব্য, মন্দির প্রাঙ্গণে বেআইনি ভাবে একটি নির্মাণ মাথা তুলছে। বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। সংশ্লিষ্ট দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা।

Advertisement

তারাপীঠ মহাশ্মশানের কাছে আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের একটি নির্মাণ গড়া নিয়ে কিছু দিন ধরে বিতর্ক শুরু হয়েছে। নির্মাণ তৈরির প্রতিবাদে বিক্ষোভে নামে বীরভূম জেলা বিজেপি। বিজেপির তরফে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয় নির্মাণের জন্য খোঁড়া গর্ত।

স্থানীয়দের একাংশের অভিযোগ, তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের উপর আবর্জনা ফেলার কংক্রিটের স্থায়ী নির্মাণ করছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। বৈষ্ণব সম্প্রদায়ের মৃত সদস্যদের সমাধির উপর ওই নির্মাণ তৈরি হচ্ছে বলে অভিযোগ করে বিজেপি। তারা এ-ও অভিযোগ করে বৈষ্ণব সম্প্রদায়কে হেয় করতে পরিকল্পিত ভাবে কংক্রিটের স্থায়ী নির্মাণ করা হচ্ছে। যদিও সেচ দফতরের তরফে আবার ওই কাজ শুরু হয়েছিল। এ বার সে নিয়ে মামলা দায়ের হল হাই কোর্ট।

Advertisement

মামলাকারীর দাবি, মন্দিরের পাশে শুধুমাত্র শ্মশান রয়েছে। অন্য কোনও নির্মাণ নেই। সেখানকার পরিবেশ নষ্ট করার জন্য কংক্রিটের নির্মাণ উঠছে। আদালত যেন নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়, এই আবেদন করা হয়েছে। চলতি সপ্তাহেই সংশ্লিষ্ট মামলাটির শুনানির সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement